Acropolis Mall Reopen Date: মিলল ছাড়পত্র, অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে ৩ অগাস্ট থেকেই খুলে যাচ্ছে অ্যাক্রোপলিস মল

Last Updated:

Acropolis Mall is all set to reopen on August 3rd 2024: শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷

৩ অগাস্ট থেকেই খুলে যাচ্ছে অ্যাক্রোপলিস মল
৩ অগাস্ট থেকেই খুলে যাচ্ছে অ্যাক্রোপলিস মল
কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ বেশ ক’দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় খুলতে চলেছে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মল ৷ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি ৷ ৪৯ দিন পর খুলতে চলেছে শহরবাসীর অত্যন্ত প্রিয় হ্যাংআউট এবং শপিংয়ের জায়গা অ্যাক্রোপলিস মল ৷ শনিবার ৩ অগাস্ট থেকে ফের জনসাধারণের জন্য খুলে যাচ্ছে মলটি, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ ৷
শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷
advertisement
advertisement
অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, ‘‘আমরা দমকল বিভাগের কাছ থেকে অনুমতি পেয়ে ৩ অগাস্ট মলটি আবার চালু করছি। তবে, সংস্কার কাজের কারণে কিছু ব্র্যান্ড কয়েকদিন পরে চালু হবে। প্রায় ৯০ শতাংশ মল খোলা থাকবে। আমরা অনুমতি পেয়েছি ২৯ জুলাই দমকল বিভাগের থেকে ৷ তারপর থেকে আমরা ৩ অগাস্ট মলটি পুনরায় খোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি ৷ সিনেমা হল এবং ফুড কোর্ট-সহ অন্যান্য বেশিরভাগ স্টোরগুলিই ৩ অগাস্ট থেকে চালু হবে ৷’’
advertisement
দমকল দফতর থেকে এই মলটি খোলার ব্যাপার প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুসারে শনিবার থেকে ফের খুলতে চলেছে অ্যাক্রোপলিস মল ৷ অন্তত ৯০ শতাংশ দোকান ফের খুলছে। ফুডকোর্টও খুলবে। সেই সঙ্গেই সিনেমা হলও খুলে দেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Acropolis Mall Reopen Date: মিলল ছাড়পত্র, অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে ৩ অগাস্ট থেকেই খুলে যাচ্ছে অ্যাক্রোপলিস মল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement