কন্যা আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য; আর ফিরেই ভক্তদের মনে ওঠা প্রশ্নের জবাবটা দিয়েই দিলেন অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এদিকে গত ১৫ দিন ধরে কন্যা আরাধ্যাকে নিয়ে নিউ ইয়র্কে সময় কাটিয়েছেন ঐশ্বর্য। এই জল্পনার মাঝে সম্প্রতি ফিরেছেন দেশে।
advertisement
advertisement
advertisement
এক পাপারাৎজি প্রশ্ন করেন, “ম্যাম আপনি কেমন আছেন?” এর উত্তরে হেসে ঐশ্বর্য বলেন, “সব কিছু ঠিক আছে! ধন্যবাদ।” এরপর আর এক পাপারাৎজি অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেন। এতে তাঁর মুখে আরও উজ্জ্বল হাসি দেখা যায়। কন্যা আরাধ্যাকে সাবধানে গাড়িতে বসিয়েও দেন অভিনেত্রী। এরপরেই তিনি বিমানবন্দরের কর্মীদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঐশ্বর্যর এহেন নম্র আচরণ নেটিজেনদের মন জয় করে নেয়। সেলফি তোলার পরে বিমানবন্দরের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ঈশ্বর মঙ্গল করুন।”
advertisement
এরপর গাড়িতে বসেই সকলের উদ্দেশ্যে ধন্যবাদও জানান অভিনেত্রী। ঐশ্বর্যের এমন সুন্দর আচরণ দেখে নেটাগরিকরা তাঁকে ‘রানি’-র তকমা দেন। প্রসঙ্গত গত মাসে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন আলাদাই পৌঁছেছিলেন ঐশ্বর্য এবং আরাধ্যা। অথচ গোটা বচ্চন পরিবারের সঙ্গে পৌঁছেছিলেন অভিষেক। এরপরেই তাঁদের বিচ্ছেদের জল্পনা হু-হু করে ছড়িয়ে পড়তে থাকে। এদিকে এক্স প্ল্যাটফর্মে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক পোস্টে লাইক করেছিলেন অভিষেক।