New Wage Code: সুখবর! ১৫ দিন পর থেকে সপ্তাহে মাত্র ৪দিন কাজ করতে হবে, ছুটি থাকবে ৩দিন

Last Updated:

লেবর কোডের নিয়ম অনুযায়ী, (New Wage Code)কর্মচারীদের সপ্তাহে ৩দিনের ছুটির অপশন দেওয়া হবে ৷ সপ্তাহে ৫ বা ৬দিনের বদলে মাত্র ৪ দিন কাজ করার সুযোগ দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য আগামী মাসে আসতে চলেছে বড় সুখবর ৷ ১ অক্টোবর থেকে লেবর কোড জারি করতে চলেছে মোদি সরকার ৷ লেবর কোডের নিয়ম অনুযায়ী, (New Wage Code)কর্মচারীদের সপ্তাহে ৩দিনের ছুটির অপশন দেওয়া হবে ৷ সপ্তাহে ৫ বা ৬দিনের বদলে মাত্র ৪ দিন কাজ করার সুযোগ দেওয়া হবে ৷ তবে সে ক্ষেত্রে একদিনে কাজের সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা হয়ে যাবে ৷
কাজ করতে হতে পারে ১২ ঘণ্টা
নতুন ড্রাফ্টে (New Wage Code)কাজের অধিকতম সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে লেবর ইউনিয়ন ১২ ঘণ্টা কাজের সময়ের বিরোধিতা করেছে ৷ কোডের ড্রাফ্ট নিয়মে ১৫ থেকে ৩০ মিনিটের বেশি কাজ করলে সেটা ৩০ মিনিট ধরে ওভারটাইমে সামিল করা হবে ৷ বর্তমান নিয়মে ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে ধরা হয় ৷ ড্রাফ্ট নিয়মে কোনও কর্মচারীকে দিয়ে লাগাতার ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷ কর্মীদের প্রত্যেক ৫ ঘণ্টা পর আধ ঘণ্টার বিরতি দিতে হবে ৷
advertisement
advertisement
সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে
নয়া লেবর কোডের নিয়ম (New Wage Code) অনুযায়ী এই বিকল্প রাখা হয়েছে ৷ এখানে কর্মচারী এবং সংস্থা নিজেদের সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে কর্মীদের দিয়ে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে ৷ সপ্তাহে কাজের দিন ৫ থেকে কমিয়ে ৪ করা হতে পারে ৷ তাহলে সপ্তাহে ছুটি পেয়ে যাবেন ৩ দিন ৷
advertisement
১ অক্টোবর থেকে বদলাতে চলেছে বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম
নয়া লেবর কোড (New Wage Code) সরকার ১ এপ্রিল থেকে লাগু করতে চেয়েছিল কিন্তু রাজ্যগুলি প্রস্তুত নয় বলে এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয় ৷ তবে এবার লেবর মন্ত্রক ও মোদি সরকার নতুন লেবর কোড ১ অক্টোবর থেকে লাগু করতে চাইছে ৷ সংসদে এপ্রিল ২০১৯-এ তিনটি লেবর কোড- ইন্ডিস্ট্রিয়াল রিলেশন, কাজের সুরক্ষা , হেলথ ও ওয়ার্কিং কন্ডিশন ও সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত নিয়মে বদল করা হয়েছে ৷ এই নিয়ম সেপ্টেম্বর ২০২০-তে পাস হয়ে গিয়েছিল ৷
advertisement
কমবে বেতন ও বাড়বে পিএফ
নয়া ড্রাফ্টের নিয়ম অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে ৷ এর জেরে বেশির ভাগ কর্মীদের স্যালারি বদলে যেতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউরিটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে ইন হ্যান্ড স্যালারি কমে যেতে চলেছে ৷ পিএফ ও গ্র্যাচিউরিটর টাকা বেড়ে যেতে চলেছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Wage Code: সুখবর! ১৫ দিন পর থেকে সপ্তাহে মাত্র ৪দিন কাজ করতে হবে, ছুটি থাকবে ৩দিন
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement