হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা

JanDhan Account: পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা

JanDhan Account: পোস্ট অফিসে জনধন অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা মিলবে দেখে নিন একনজরে -

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পোস্ট অফিসে (Post Office) জনধন অ্যাকাউন্টে (JanDhan Account) থাকলে আপনিও পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) অনুযায়ী আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয় ৷ পোস্ট অফিস ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় (PMJDY) গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-apply-for-3093-apprentice-posts-to-start-on-sept-20-in-rrc-recruitment-2021-tc-dc-659305.html

দেখে নিন এই অ্যাকাউন্ট থাকলে কী কী বিশেষ সুবিধা পাওয়া যায় এবং কী ভাবে এই অ্যাকাউন্ট খোলা যাবে ? এই অ্যাকাউন্টের সুবিধা কেবল তাঁরাই পাবেন যাদের আধার নম্বর লিঙ্ক করা রয়েছে ৷

জনধন অ্যাকাউন্ট  (JanDhan Account) খোলার জন্য লাগবে এই ডকুমেন্টসগুলি

আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, NREGA জব কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷

নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে ?

নিজের নামে জনধন অ্যাকাউন্ট   (JanDhan Account) খুলতে চাইলে নিকটবর্তী ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর জন্য একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ ফর্মে নিজের নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম, আবেদনকারীর নাম, নমিনি, ব্যবসা বা বার্ষিক রোজগারের প্রমাণ পত্র, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড বা টাউন কোড ইত্যাদি তথ্য জমা দিতে হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/new-business-idea-earn-huge-amount-of-money-from-aadhaar-and-amul-franchise-dc-659296.html

পুরনো অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিন জনধন অ্যাকাউন্টে

আপনার পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহজেই জনধন অ্যাকাউন্টে  (JanDhan Account)  বদলে ফেলতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্কের শাখায় গিয়ে রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে এবং একটি ফর্ম ফিলআপ করে জমা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-investment-with-150-rupees-in-lic-new-children-money-back-plan-and-get-19-lac-rupees-benefit-dc-659283.html

কী কী সুবিধা মিলবে দেখে নিন একনজরে -

  1. ৬ মাসের ওভারড্রাফ্ট
  2. ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভার
  3. ৩০,০০০ টাকা পর্যন্ত লাইফ কভার
  4. অ্যাকাউন্টের সঙ্গে মিলবে ফ্রি মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা
  5. জনধন অ্যাকাউন্ট খুললে রুপে ডেবিট কার্ড দেওয়া হয় যার মাধ্যমে ক্যাশ তোলার পাশাপাশি শপিংও করতে পারবেন
  6. জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বিমা ও পেনশন প্রোডাক্টস কিনতে পারবেন সহজে
  7. জনধন অ্যাকাউন্ট থাকলে পিএম কিষান ও শ্রমযোগী মানধন যোজনায় অ্যাকাউন্ট খোলা যাবে
  8. দেশের যে কোনও জায়গায় টাকা ট্রান্সফারের সুবিধা মিলবে
  9. সরকারি যোজনার টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Jandhan Account, Post office