#নয়াদিল্লি: ড্রাইভিং লাইসেন্স বানানোর কথা ভাবছেন ? এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আর দিতে হবে না টেস্ট ৷ সড়ক পরিবহন (MORTH) মন্ত্রকের তরফে এই নিয়মে ১ জুলাই থেকে বড় বদল করা হয়েছে ৷ এবার থেকে আরটিও গিয়ে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার আর দরকার নেই ৷ এখনও পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট দেওয়া বাধ্যতামূলক ছিল ৷ তবে ১ জুলাই থেকে জারি নিয়ম অনুযায়ী, পরীক্ষা দেওয়া আর বাধ্যতামূলক নয় ৷ দেখে নিন কী করতে হবে ৷
MORTH এর নিয়ম অনুযায়ী, বৈধ ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে থাকলে আর আরটিও গিয়ে পরীক্ষা দিতে হবে না ৷ সরকারের তরফে রাজ্যের ড্রাইভিং সেন্টারগুলিকে মান্যতা দেওয়া শুরু করা হয়েছে ৷ এখান থেকে টু-উইলার ও ফোর উইলার চালানো শিখতে পারবেন ৷
কত দিনের নিতে হবে ট্রেনিং- নতুন নিয়ম অনুযায়ী, ড্রাইভিং সেন্টারে লাইট মোটর ভেহিকেলের জন্য ৪ সপ্তাহে ২৯ ঘণ্টা ড্রাইভিং করতে হবে ৷ এছাড়া ২৮ দিনে ড্রাইভিং শিখতেও হবে ৷ ড্রাইভিং সেন্টার আপনাকে পাস করিয়ে দিলে আর কোনও পরীক্ষা দিতে হবে না ৷ হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬ সপ্তাহে ৩৮ ঘণ্টা ড্রাইভিং করতে হবে ৷
নয়া নিয়ম অনুযায়ী, মান্যতা প্রাপ্ত ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলিতে ড্রাইভিং সংক্রান্ত পুরো ট্রেনিং দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Driving license