হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ড্রাইভিং লাইসেন্সের জন্য দিতে হবে না পরীক্ষা, জুলাই থেকে বদলাল নিয়ম

ড্রাইভিং লাইসেন্সের জন্য দিতে হবে না পরীক্ষা, জুলাই থেকে বদলাল নিয়ম

MORTH এর নিয়ম অনুযায়ী, বৈধ ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে থাকলে আর আরটিও গিয়ে পরীক্ষা দিতে হবে না ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ড্রাইভিং লাইসেন্স বানানোর কথা ভাবছেন ? এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আর দিতে হবে না টেস্ট ৷ সড়ক পরিবহন (MORTH) মন্ত্রকের তরফে এই নিয়মে ১ জুলাই থেকে বড় বদল করা হয়েছে ৷ এবার থেকে আরটিও গিয়ে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার আর দরকার নেই ৷ এখনও পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট দেওয়া বাধ্যতামূলক ছিল ৷ তবে ১ জুলাই থেকে জারি নিয়ম অনুযায়ী, পরীক্ষা দেওয়া আর বাধ্যতামূলক নয় ৷ দেখে নিন কী করতে হবে ৷

MORTH এর নিয়ম অনুযায়ী, বৈধ ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে থাকলে আর আরটিও গিয়ে পরীক্ষা দিতে হবে না ৷ সরকারের তরফে রাজ্যের ড্রাইভিং সেন্টারগুলিকে মান্যতা দেওয়া শুরু করা হয়েছে ৷ এখান থেকে টু-উইলার ও ফোর উইলার চালানো শিখতে পারবেন ৷

কত দিনের নিতে হবে ট্রেনিং- নতুন নিয়ম অনুযায়ী, ড্রাইভিং সেন্টারে লাইট মোটর ভেহিকেলের জন্য ৪ সপ্তাহে ২৯ ঘণ্টা ড্রাইভিং করতে হবে ৷ এছাড়া ২৮ দিনে ড্রাইভিং শিখতেও হবে ৷ ড্রাইভিং সেন্টার আপনাকে পাস করিয়ে দিলে আর কোনও পরীক্ষা দিতে হবে না ৷ হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬ সপ্তাহে ৩৮ ঘণ্টা ড্রাইভিং করতে হবে ৷

নয়া নিয়ম অনুযায়ী, মান্যতা প্রাপ্ত ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলিতে ড্রাইভিং সংক্রান্ত পুরো ট্রেনিং দেওয়া হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Driving license