#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা নিতে চাইলে আধার ভেরিফিকেশন করা বাধ্যতামূলক ৷ আধারের ভেরিফিকেশ না হয়ে থাকলে পিএম কিষান সম্মান নিধির কিস্তির টাকা মিলবে না ৷ খুব সহজেই আধার ভেরিফিকেশন করা যেতে পারে ৷ কিন্তু আপনি যদি কম্পিউটার ফ্রেন্ডলি না হয়ে থাকেন তাহলে অন্য উপায়ে ভেরিফিকেশন করতে পারবেন ৷ কেন্দ্র সরকার ৩১ মে পর্যন্ত ভেরিফিকেশনের সময় নির্ধারিত করেছে ৷
আরও পড়ুন: SBI-তে অ্যাকাউন্ট থাকলে সাবধান, এমন লিঙ্কে ক্লিক করলেই লোপাট হয়ে যাবে সব টাকা
কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই পিএম কিষান যোজনার ১১ তম কিস্তির টাকা ট্রান্সফার করবে কেন্দ্র সরকার ৷ তবে তার জন্য আধার ভেরিফিকেশন করা বাধ্যতামূলক ৷ বিপুল সংখ্যক কৃষকদের আধার ভেরিফাই করা হয়নি ৷ এখন পর্যন্ত এই সমস্ত কৃষকদের পিএম কিষান নিধির টাকা দেওয়া হচ্ছিল ৷ তবে ১১তম কিস্তির আগে আধার ভেরিফাই করা বাধ্যতামূলক করা হয়েছে ৷
আরও পড়ুন: ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করুন! জানুন ভার্মি কম্পোস্টের ব্যবসা নিয়ে!
কীভাবে নিজেই আধার ভেরিফাই করবেন ?
সবার প্রথমে https://www.pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে ৷ কৃষকরা সরাসরি লিঙ্কে গিয়ে নিজেদের আধার ভেরিফাই করতে পারবেন ৷ নিজে করতে না পারলে জনসেবা কেন্দ্রে গিয়ে আধার ভেরিফাই করতে পারবেন ৷ আপনার বাড়ির আসপাশে কোনও জনসেবা কেন্দ্র না থাকলে ব্যাঙ্কে গিয়েও আধার ভেরিফাই করতে পারবেন ৷
আরও পড়ুন: মাসে মাত্র ১০০০ টাকা জমিয়ে কোটিপতি! দেখে নিন সম্পূর্ণ হিসেব!
দেশের ১২ কোটি কৃষকদের কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হচ্ছে ৷ বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।