Air India-Indigo: দেশ জুড়েই বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে ! রয়েছে বাতিলের আশঙ্কাও, জেনে নিন কারণ

Last Updated:

IndiGo, Air India warn of delays as A320 glitch: দেশ জুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায়। বিবৃতি দিয়ে জানাল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই সংস্থাগুলির অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে পারে।

দেশ জুড়েই বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে
দেশ জুড়েই বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে
নয়াদিল্লি: গোটা দেশ জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হতে পারে। যার নেপথ্যে রয়েছে সৌর বিকিরণ। এই কথা বিবৃতি দিয়ে জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India), ইন্ডিগো (Indigo) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। এই সংস্থাগুলির অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে পারে। কিছু বিমানের সময় পরিবর্তন করে দেওয়া হতে পারে। আবার পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু বিমান বাতিলও করা হতে পারে। সম্ভাব্য সমস্যার কথা জানিয়ে আগেভাগেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে ভারতের তিন বিমান সংস্থা।
সৌর বিকিরণের ফলে দেশ জুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায়। এমনটাই জানিয়েছে বিবৃতি দিয়ে জানাল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই সংস্থাগুলির অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে পারে। কিছু বিমানের সময় পরিবর্তন হতে পারে এবং প্রয়োজন হলে কিছু বিমান বাতিলও হতে পারে !
advertisement
advertisement
সৌর বিকিরণের কথা জানিয়ে আগে সতর্কতা জারি করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। ভারতের তিন সংস্থাই অধিকাংশ ক্ষেত্রে এয়ারবাসের বিমান ব্যবহার করে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দেশের অন্তত ২০০-২৫০টি বিমানে সমস্যা হতে পারে। ফলে ডোমেস্টিক বিমান চলাচল নিয়ন্ত্রণে আগামী কয়েক দিন ব্যাপক সমস্যার সম্ভাবনা রয়েছে।
advertisement
এয়ারবাস জানিয়েছে, তাদের এ৩২০-ফ্যামিলি জেটগুলিতে যে বিমান কন্ট্রোল ব্যবস্থা ব্যবহার করা হয়, তার তথ্য নষ্ট হয়ে যেতে পারে সৌর বিকিরণের কারণে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট বিমানগুলিকে পরীক্ষার জন্য পাঠানো দরকার। বিমানের সফ্‌টওয়্যার আপডেট এবং হার্ডওয়্যার পুনরায় আপডেট করা দরকার। তার পরেই ওই বিমানগুলি আবার উড়তে পারবে।
advertisement
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, এয়ারবাসের অন্তত ৫৬০টি এ৩২০ ফ্যামিলি-জেট ভারতে চলাচল করে। তার মধ্যে ২০০-২৫০টি বিমানে এখন বিশেষভাবে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এই সমস্যার দ্রুত সমাধান না হলে ভালমতোই বিমান চলাচল ভারতে বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India-Indigo: দেশ জুড়েই বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে ! রয়েছে বাতিলের আশঙ্কাও, জেনে নিন কারণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement