Moneycontrol Pro-র বর্ষপূর্তি, পাঠকদের উদ্দেশে ওপিনিয়ন টিমের কিছু কথা

Last Updated:

এই এক বছরের যাত্রাপথে আমরা বরবারই বিনিয়োগকারীদের পাশে থেকেছি৷ তাঁকে পরামর্শ দিয়েছি, সঠিক দিশা দেথিয়েছি৷

প্রিয় পাঠক,
এই সময়টা মোটেই কিছু উদযাপন করার মতো নয়৷ যে সময়ে গোটা বিশ্বে মারণ ভাইরাস বিপর্যয় ঘটাচ্ছে এবং অসংখ্য জীবনহানি হচ্ছে, তখন শুধুমাত্র সেই ভাইরাসের বিরুদ্ধে জয় এবং এই মহামারির বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের নায়কোচিত অবদানকেই উদযাপন করা যায়৷
তা সত্ত্বেও আমরা মনে করি যে এই মুহূর্তে Moneycontrol Pro বিনিয়োগকারীদের কাছে আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে৷ অস্বাভাবিকরকম অনিশ্চয়তায় ভরা এই সময়ে বিনিয়োগকারীদের আরও বিশ্বাসযোগ্য এবং দ্রুত তথ্য প্রয়োজন যেগুলি তাঁদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে৷ ঠিক যে কারণে বিখ্যাত নাট্যকার এবং কবি বারটোল্ট ব্রেখট লিখেছিলেন:
advertisement
advertisement
'অন্ধকার এই সময়ে,
কেউ কি গান গাইবে?
হ্যাঁ, গান অবশ্যই হবে,
এই অন্ধকার সময়কে নিয়ে'
সেই কারণেই আমাদের প্রথম বর্ষপূর্তিতে আমরা অন্ধকারের মধ্যেও আলোর মতো জ্বলে থাকতে চাইছি৷ আমাদের পাঠকদের আশ্বস্ত করতে চাইছি যে গত এক বছরে আমাদের যাত্রাপথ যে মূল্যবোধ এবং নীতিবোধের উপর ভিত্তি করে এগিয়েছে, আগামী দিনেও ঠিক একইভাবে আপনাদের সামনে আরো নির্ভরযোগ্য এবং তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ তুলে ধরব৷
advertisement
গত একবছরে কত কী না ঘটে গিয়েছে! চিন- আমেরিকা বাণিজ্য যুদ্ধ, ভারতে সাধারণ নির্বাচন, ব্রেক্সিট, বাজার ঘিরে উত্তেজনা, ভারতীয় অর্থনীতির থমকে যাওয়া, নন- ব্যাঙ্কিং অর্থনৈতিক ক্ষেত্রে সঙ্কট, একটি ব্যাঙ্কের দেউলিয়া হওয়া এবং পুনরুদ্ধার, আমেরিকার ফে়ডারেল ব্যাঙ্কিং কর্তৃপক্ষের ইউ টার্ন, এবং সবশেষে একটি জীবাণুর আক্রমণের ফলে বিশ্বজুড়ে বাজারে ধস এবং লকডাউন৷
advertisement
এই এক বছরের যাত্রাপথে আমরা বরবারই বিনিয়োগকারীদের পাশে থেকেছি৷ তাঁকে পরামর্শ দিয়েছি, সঠিক দিশা দেথিয়েছি৷ আমরা বিনিয়োগকারীর আশঙ্কা মন দিয়ে শুনেছি, তাঁর হাত ধরে থেকে ধুলোর মধ্যে থেকে মুক্ত খুঁজে দেওয়ার চেষ্টা করে গিয়েছি৷আমরা সবসময় চেষ্টা করেছি ঠিকটাকে ঠিক, আর ভুলটাকে ভুল বলার৷ এটাই এই বর্ষপূর্তিতে আমাদের সেরা পুরস্কার৷
এই দাবি স্বপক্ষে অনেকগুলি উদাহরণ আছে৷ যেমন ইক্যুইটি বাজারে যে আশঙ্কার বুদবুদ তৈরি হয়েছিল, করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার অনেক আগে থেকে তা নিয়ে সতর্ক করেছিলাম আমরা৷ ভারতীয় অর্থনীতির দুর্বলতা কোথায় এবং কীভাবে দিনের পর দিন দেশের অর্থনীতির মূল ভিত্তিগুলি থেকে ইক্যুইটি বাজারগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আমরা তা তুলে ধরার চেষ্টা করেছি৷ করোনা সংক্রমণ যে মন্দা ডেকে আনতে পারে, এই সতর্কতা প্রথম দেওয়ার ক্ষেত্রে আমরাই ছিলাম অন্যতম৷
advertisement
সংক্ষেপে বলতে গেলে, আমরা যা দেখি, সেটাই তুলে ধরার চেষ্টা করি৷ আর আমার সেটা করতে পারি তার কারণ আমরা সম্পূর্ণ স্বাধীন৷ আমাদের রিসার্চ টিমের সদস্যরা স্টক মার্কেটে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে কাজ করেন না এবং আমাদের হয়ে যাঁরা মতামত লেখেন, তাঁদেরও কোনও রাজনৈতিক দলের গুণগান করার ইচ্ছে নেই৷
সেই কারণেই আমরা বিনিয়োগকারীদের কোথায় বিনিয়োগ করতে হবে, সেই পরামর্শই শুধু দিইনি, কোন কোন ক্ষেত্রগুলি এড়িয়ে চলতে হবে, সেই বিষয়েও সতর্ক করেছি৷ একই ভাবে যারা ক্ষমতায় রয়েছে, তারা কোন ভুল সিদ্ধান্ত নিলে যেমন সমালোচনা করেছি, সেরকমই ভাল কোনও পদক্ষেপের প্রশংসাও করেছি৷
advertisement
Moneycontrol Pro- তে আমরা বরাবরই গুণমান বজায় রাখার উপরে জোর দিয়েছি৷ সেই কারণেই তাড়াহুড়োয় কোনও গরমাগরম পরামর্শ দেওয়ার বদলে বাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি ভাল করে রিসার্চ করে, ভাল- মন্দ সবদিক খতিয়ে দেখে পাঠককে পরামর্শ দিয়েছি৷
আমাদের 'Learn' সিরিজে বিভিন্ন সংস্থার এবং স্টক সম্পর্কে খোলামেলা সব তথ্য, বিনিয়োগ সংক্রান্ত নীতি থেকে শুরু করে আর্থিক বিষয়ের খুঁটিনাটি তথ্য, সবকিছুই তুলে ধরেছি যাতে সংশ্লিষ্ট সংস্থা এবং বাজার সম্পর্কে পাঠকের মনে স্বচ্ছ ধারণা তৈরি হয়৷
advertisement
'Opinion' বিভাগের প্রতিবেদনগুলিতে অর্থনৈতিক পরিবেশ এবং নীতি সংক্রান্ত পদক্ষেপের বিশ্লেষণ তুলে ধরেছি৷ যাতে কীভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড চলছে, তা নিয়ে আপনি একটি বৃহত্তর ধারণা পেতে পারেন৷'
স্বল্পমেয়াদী লেনদেনের বিষয়ে আগ্রহী হলে আমাদের টেকনিক্যাল অ্যানালিস্টরা আপনাদের তা চিহ্নিত করতে সহযোগিতা করবে৷
GuruSpeak বিভাগে স্টক মার্কেটে সবথেকে সফল, এমন ব্যক্তিদের মূল্যবান পরামর্শ তুলে ধরা হয়৷
আমাদের 'Personal Finance' বিভাগে মিউচুয়াল ফান্ড এবং সম্পদের সঠিক পরিচালনা নিয়ে বিনিয়োগকারীদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়৷
বর্তামান সময়ে মূলধন কোনও সীমানা মানে না৷ ফলে শুধুমাত্র দেশের ভিতরে অর্থনৈতিক অবস্থা কেমন, তা দিয়ে নিজেদের সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়৷ সেই কারণেই বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির রিপোর্ট এবং উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি যা সরাসরি ভারতীয় বাজারে মূলধনের জোগান এবং সম্ভাবনাময় বাজারগুলির উপর প্রভাব ফেলে, সেগুলির বিশদ ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরেছি৷
আমরা যেমন বরাবরই বলে এসেছি যে বাজারকে চাঙ্গা করতে উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷
সবশেষে এটাই বলার যে পাঠকের কথা ভেবে উপরোক্ত সব বিষয়গুলিই আমরা সোজাসুজি, সহজ ভাষায় বলার চেষ্টা করেছি৷
আমরা খুবই একটা যন্ত্রণাদায়ক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ কিন্তু এটা একটা ঐতিহাসিক সময়ও বটে৷ ভবিষ্যতটা অনিশ্চয়তায় ভরা৷ মারণ ভাইরাস বিদায় নেওয়ার পরে কোন ব্যবসা টিকে থাকবে, আর কোনটা অন্ধকারে তলিয়ে যাবে, তা কেউ জানে না৷
এর পর কি পর পর দেউলিয়া হওয়ার ঘটনা সামনে আসবে? বিশ্বায়নের চাকা কি উল্টো দিকে ঘুরতে শুরু করবে? রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকার যে বিপুল ঋণ দিচ্ছে এবং নগদ বাজারে ছাড়ছে, অর্থনীতিতে তার কী প্রভাব পড়তে চলেছে?
এর ফলে কি অনুৎপাদক সম্পদের বোঝা আরও বাড়তে চলেছে? করোনা ভাইরাস হানা দেওয়ার আগেই উন্নত দেশগুলির অতিরিক্ত উদার আর্থিক নীতিতে সওয়ার হয়েছিল৷ এখন সেই বিপদ আরও বাড়বে বই কমবে না৷
গোটা পরিস্থিতি কোনদিকে এগোয়, আমাদের নজর থাকবেই৷ আর এই উত্তেজনাপূর্ণ সফরে আমরা আপনাদের পাশে পাব বলেই আশা রাখি৷
বিঃ দ্রঃ- Moneycontrol Pro-র বর্ষপূর্তিতে পাঠকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বর্তমান ব্যবহারকারীদের জন্য ২০ হাজার টাকা মূল্যের এক্সক্লুসিভ কিছু সুবিধা নিয়ে আসা হয়েছে৷ আগামী ৭ মে-র মধ্যে নতুন যাঁরা সাবস্ক্রাইব করবেন, তাঁরাও এই সুবিধেগুলি পাবেন৷
বিনীত,
মানস চক্রবর্তী
MANAS CHAKRAVARTY
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moneycontrol Pro-র বর্ষপূর্তি, পাঠকদের উদ্দেশে ওপিনিয়ন টিমের কিছু কথা
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement