#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর ৷ কেননা ১৮ মাসের বকেয়া (18 Months DA Arrear) ডিএ নিয়ে বিরাট বড় আপডেট ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ দীর্ঘ সময় ধরে বকেয়া ডিএ পাওয়ার জন্য বারেবারে দাবি করছেন ৷ কেননা জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সাময়িক ভাবে ফ্রিজ করা হয়েছিল ৷ সেই আটকে থাকা ডিএ যাতে তাঁরা পান সেই কারণেই বারেবারে দাবি করা হয়েছে ৷
বেশ কিছু সময় শুনতে পাওয়া গিয়েছিল ডিএ-এর বকেয়া ২ লক্ষ টাকা দেওয়ার কথা উঠেছিল ৷ কেন্দ্রীয় সরকার কর্মীদের এককালীন ১.৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ৷ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (DOPT) আধিকারিকদের সংযুক্ত পরামর্শদাতার সঙ্গে যার ফলে কর্মীদের ডিএ বকেয়া এরিয়ারে পেমেন্ট নিয়ে চর্চা চলছে ৷ এই বৈঠকেই ডিএ বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত হতে পারে ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে ৩৪ শতাংশ করে ডিএ দেওয়া হচ্ছে ৷ AICPI-এর সূচক অনুযায়ী অগাস্টে ৬ শতাংশ ৷ করোনা সংক্রমণের কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৮ মাসের ডিএ হোল্ড করা হয়েছে ৷ এরপরে মোদি সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে ৷
আরও পড়ুন: 7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! Fitment Factor নিয়ে বিশাল আপডেট
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত হতে পারে ৷ তবে এই নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ এরিয়ার পে ব্যান্ড অনুযায়ী দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 7th Pay Commission