#নয়াদিল্লি: কুয়াশার জেরে প্রভাবতি হতে শুরু করেছে ট্রেন চলাচল ৷ দেশের একাধিক রাজ্যে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা ৷ কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷
আরও পড়ুন: দাম বাড়ল না কমল ? দেখে নিন আজকে সোনার দাম কত হল....
কুয়াশার জেরে উত্তর রেলওয়ের (Northern Railways) তরফে ৩১ জোড়া ট্রেন ৬২টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷ এই সমস্ত ট্রেন পয়লা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ৷ কানপুর শতাব্দী, গোরখপুর হমসফর, ভাগলপুর শতাব্দী-সহ একাধিক ট্রেনের সংখ্যা কমানো হয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে পূর্বদিক অর্থাৎ বিহার-পশ্চিমবঙ্গের দিকে অধিকাংশ মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা কনফার্ম টিকিট পাচ্ছেন না ৷
রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আচমকা ট্রেন বাতিল হওয়ায় বেশি সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ আগে থেকে ট্রেন বাতিল হওয়ায় তাঁরা যাত্রার বিকল্প ব্যবস্থা করতে পারবেন ৷
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের এই অ্যাকাউন্টে কী কী বিশেষ সুবিধা মিলবে ? জেনে নিন...
ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে যে ট্রেন-
লিচ্ছবি এক্সপ্রেস, হাটিয়া সুপারফাস্ট, নয়াদিল্লি-রোহতক ইন্টারসিটি, নয়াদিল্লি-আগ্রা ক্যান্ট ইন্টারসিটি, নয়াদিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস, আনন্দ বিহার টার্মিনাল-সীতামরি লিচ্ছবি এক্সপ্রেস, আনন্দ বিহার-মালদহ টাউন এক্সপ্রেস, আনন্দ বিহার গোরখপুর এক্সপ্রেস, পুরনো দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, আনন্দ বিহার-হাটিয়া সুপারফাস্ট, আনন্দ বিহার টার্মিনাল-সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেন ৷
আরও পড়ুন: শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের কোন কোন খরচ এডুকেশন লোনের আওতায় পড়বে?
যে ট্রেনগুলি কমানো হচ্ছে -
ক্যাফিয়ত এক্সপ্রেস, ভাগলপুর গরীবরথ এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস, মহাবোধি এক্সপ্রেস, বৈশালি এক্সপ্রেস, সপ্ত ক্রান্তি এক্সপ্রেস, দানাপুর জনসাধারন এক্সপ্রেস, বিক্রমশিলা এক্সপ্রেস, সত্যাগ্রহ এক্সপ্রেস, আনন্দ বিহার টার্মিনাল টার্মিনাল মউ এক্সপ্রেস, কাশী বিশ্বনাথ ও আনন্দ বিহার টার্মিনাল-কামাক্ষা এক্সপ্রেস ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Trains cancelled