Indian Railways-এর বড় ঘোষণা, ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে এই ৬২টি ট্রেন.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে যে ট্রেনগুলি-
#নয়াদিল্লি: কুয়াশার জেরে প্রভাবতি হতে শুরু করেছে ট্রেন চলাচল ৷ দেশের একাধিক রাজ্যে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা ৷ কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷
কুয়াশার জেরে উত্তর রেলওয়ের (Northern Railways) তরফে ৩১ জোড়া ট্রেন ৬২টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷ এই সমস্ত ট্রেন পয়লা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ৷ কানপুর শতাব্দী, গোরখপুর হমসফর, ভাগলপুর শতাব্দী-সহ একাধিক ট্রেনের সংখ্যা কমানো হয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে পূর্বদিক অর্থাৎ বিহার-পশ্চিমবঙ্গের দিকে অধিকাংশ মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা কনফার্ম টিকিট পাচ্ছেন না ৷
advertisement
advertisement
রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আচমকা ট্রেন বাতিল হওয়ায় বেশি সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ আগে থেকে ট্রেন বাতিল হওয়ায় তাঁরা যাত্রার বিকল্প ব্যবস্থা করতে পারবেন ৷
advertisement
ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে যে ট্রেন-
লিচ্ছবি এক্সপ্রেস, হাটিয়া সুপারফাস্ট, নয়াদিল্লি-রোহতক ইন্টারসিটি, নয়াদিল্লি-আগ্রা ক্যান্ট ইন্টারসিটি, নয়াদিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস, আনন্দ বিহার টার্মিনাল-সীতামরি লিচ্ছবি এক্সপ্রেস, আনন্দ বিহার-মালদহ টাউন এক্সপ্রেস, আনন্দ বিহার গোরখপুর এক্সপ্রেস, পুরনো দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, আনন্দ বিহার-হাটিয়া সুপারফাস্ট, আনন্দ বিহার টার্মিনাল-সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেন ৷
advertisement
যে ট্রেনগুলি কমানো হচ্ছে -
ক্যাফিয়ত এক্সপ্রেস, ভাগলপুর গরীবরথ এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস, মহাবোধি এক্সপ্রেস, বৈশালি এক্সপ্রেস, সপ্ত ক্রান্তি এক্সপ্রেস, দানাপুর জনসাধারন এক্সপ্রেস, বিক্রমশিলা এক্সপ্রেস, সত্যাগ্রহ এক্সপ্রেস, আনন্দ বিহার টার্মিনাল টার্মিনাল মউ এক্সপ্রেস, কাশী বিশ্বনাথ ও আনন্দ বিহার টার্মিনাল-কামাক্ষা এক্সপ্রেস ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2021 4:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways-এর বড় ঘোষণা, ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে এই ৬২টি ট্রেন.....