Credit Card Airport: বিমানবন্দরে কাজে লাগবে এই ক্রেডিট কার্ড; দেখে নিন কী কী সুবিধা পাবেন সফরের সময়ে

Last Updated:

Credit Card Airport: ক্রেডিট কার্ড থাকলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। বিশেষত যাঁরা কোথাও বেড়াতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন বিদেশে বা ভিন রাজ্যে। বিশেষত এয়ারপোর্ট লাউঞ্জে দারুন সহায়ক হতে পারে এই ক্রেডিট কার্ড।

বিমানবন্দরে কাজে লাগবে এই ক্রেডিট কার্ড; দেখে নিন কী কী সুবিধা পাবেন সফরের সময়ে
বিমানবন্দরে কাজে লাগবে এই ক্রেডিট কার্ড; দেখে নিন কী কী সুবিধা পাবেন সফরের সময়ে
গত কয়েক দশকে একটু একটু করে বদলেছে আর্থিক লেনদেনের গতি প্রকৃতি। এখন নগদ লেনদেন প্রায় হয় না বললেই চলে। নানা রকম অর্থ প্রদানকারী উপায়ের মধ্যে জনপ্রিয় ক্রেডিট কার্ড। গত প্রায় আড়াই দশক ধরেই এর ব্যাপক প্রচলন ভারতে।
ক্রেডিট কার্ড থাকলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। বিশেষত যাঁরা কোথাও বেড়াতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন বিদেশে বা ভিন রাজ্যে। বিশেষত এয়ারপোর্ট লাউঞ্জে দারুন সহায়ক হতে পারে এই ক্রেডিট কার্ড। অনেক সময়ই উড়ান বিলম্বের কারণে বা অন্য কোনও কারণে যাত্রীদের লাউঞ্জে অপেক্ষা করতে হয়। তার জন্য একটা ভাড়া লাগে। আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে খানিকটা খাওয়া দাওয়ারও প্রয়োজন হয়। সব কিছুর জন্যই টাকা লাগে। হয়তো সেটা হাতে নেই। তখনই মুশকিল আসান করে দিতে পারে ক্রেডিট কার্ড।
advertisement
advertisement
ভারতে এমন বেশ কিছু ক্রেডিট কার্ড দেওয়া হয়, যাদের অতিরিক্ত সুবিধা হিসেবে লাউঞ্জ অ্যাকসেস রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডে গ্রাহককে লাউঞ্জ অ্যাকসেসের অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে—
advertisement
২০২৩ সালের নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে,
১. HDFC Diners Club Privilege Credit Card-এ ভারত ও আন্তর্জাতিক ১২টি লাউঞ্জে অ্যাকসেস দিয়ে থাকে। এই ক্রেডিট কার্ডের জন্য গ্রহককে বছরে ২,৫০০ টাকা দিতে হয়। প্রাইমারি এবং অ্যাড-অন দু’টি কার্ডেই এই সুবিধা মেলে।
২. Axis Bank Select-এর ক্রেডিট কার্ডেও এই সুবিধা পাওয়া যায়। প্রতি বছর ৩০০০ টাকা দিতে হয় এই কার্ডের জন্য। বিনিময়ে প্রতি বছর ৬টি আন্তর্জাতিক এবং ৮টি ঘরোয়া লাউঞ্জের অ্যাকসেস পাওয়া যায়।
advertisement
৩. SBI Prime Credit Card- বাৎসরিক ২,৯৯৯টাকার এই কার্ডে পাওয়া যায় ৪টি আন্তর্জাতিক এবং ৮টি ঘরোয়া লাউঞ্জ ব্যবহারের সুযোগ।
৪. SBI Elite Credit Card- বাৎসরিক ৪,৯৯৯ টাকার এই ক্রেডিট কার্ডে ৬টি আন্তর্জাতিক এবং ৮টি ঘরোয়া বিমানবন্দরে লাউঞ্জ অ্যাকসেস পাওয়া যায়।
৫. YES FIRST- মাত্র ৯৯৯ টাকা বাৎসরিক খরচে পাওয়া যায় এই কার্ড। এতেও পাওয়া যায় ৪টি আন্তর্জাতিক ও ৮টি ঘরোয়া লাউঞ্জে প্রবেশাধিকার।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Credit Card Airport: বিমানবন্দরে কাজে লাগবে এই ক্রেডিট কার্ড; দেখে নিন কী কী সুবিধা পাবেন সফরের সময়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement