Shah Rukh Khan: সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে ‘নোংরা’ প্রশ্ন ভক্তের, উত্তরে চমকে দিলেন বাদশা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: ‘ডানকি’ আসলে চার বন্ধুর গল্প। আর বিদেশের মাটিতে পা রাখার জন্য তাঁদের যে আপ্রাণ চেষ্টা, সেটা মন ছুঁয়ে যাবে ভক্তদের।
মুম্বই: মুক্তি পেতে চলেছে শাহরুখের ডানকি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ক্রিসমাসে ফের পর্দা কাঁপাবেন বলিউডের বাদশা। এরই মাঝে ‘আস্ক এসআরকে’ সেশন শুরু করলেন শাহরুখ।
Sax Sux toh samjha nahi….tickets pe Tax Tux zaroor hoga. Daddy se le lena. #DunkiTrailer https://t.co/vyuybrk3rW
— Shah Rukh Khan (@iamsrk) December 6, 2023
advertisement
এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ তাঁকে অদ্ভুত প্রশ্ন করেন এক ভক্ত। শাহরুখের একটি ছবি দিয়ে যেখানে লেখা, ‘স্যর ডানকিতে স্যাক্স সুক্স কিছু নেই তো? বাবার সঙ্গে দেখতে যেতে পারব?’ শব্দ বিকৃত করলেও যা বোঝা যাচ্ছে, সেই ভক্ত যৌন দৃশ্যের কথা জিজ্ঞাসা করেছিলেন।
advertisement
আরও পড়ুন: নিজের সুবিধার জন্য ব্যবহার করে সরিয়ে দেবেন! শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাঙালি গায়কের
কিন্তু বাদশার উত্তরে ফের বুদ্ধিমত্তা এবং প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয়। শাহরুখ লিখলেন, ‘স্যাক্স সুক্স তো বুঝলাম না। কিন্তু ছবিতে ট্যাক্স টুক্স তো অবশ্যই আছে। বাবার থেকে নিয়ে নেবেন।’
প্রসঙ্গত ‘ডানকি’ আসলে চার বন্ধুর গল্প। আর বিদেশের মাটিতে পা রাখার জন্য তাঁদের যে আপ্রাণ চেষ্টা, সেটা মন ছুঁয়ে যাবে ভক্তদের। আসলে নিজেদের স্বপ্নকে বাস্তব করার জন্য ওই চার বন্ধু যে যাত্রায় পাড়ি দেবেন, সেটা তাঁদের জীবন পুরোপুরি বদলে দেবে।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 9:15 PM IST