Miyazaki Mangoes: একটি আমের দাম ৩ লক্ষ টাকা! ১৫ গুণ বেশি মিষ্টি এই ফল এবার বাংলায়, চেখে দেখুন
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Miyazaki Mangoes: জাপানি প্রজাতির আম ফলেছে। বুধবার সেই গাছ পরিদর্শন করলেন বিডিও সন্তু দাস-সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী এবং অন্যান্যরা। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে ভিড় জমাতে থাকেন মানুষজন।
বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মাটির সৃষ্টি প্রকল্পে এবার মিয়াজাকি আমের ফলন। সেই নিয়ে চর্চা শুরু জেলায়। বীরভূমের দুবরাজপুর, রাজনগরের পর এবার মিয়াজাকি আম লাভপুরে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের মাটির সৃষ্টি প্রকল্প রয়েছে লাভপুরের চৌহাট্টা মহদৌরি গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে। সেখানেই ওই জাপানি প্রজাতির আম ফলেছে। বুধবার সেই গাছ পরিদর্শন করলেন লাভপুরের বিডিও সন্তু দাস-সহ লাভপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী এবং অন্যান্যরা। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে ভিড় জমাতে থাকেন মানুষজন।
advertisement
advertisement
জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয়। এই শহরে একটি বিশেষ আমের ফলন হয়। অনেকটাই আপেলের মতো দেখতে। চাষীদের থেকে জানা গিয়েছে, মিয়াজাকি প্রজাতির একটি একটি আম ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের হয়। ওই শহরের নামানুসারে এই আমের নাম মিয়াজাকি। এই প্রজাতির আম পৃথিবীর অন্য সব আমের চেয়ে ১৫ গুণ বেশি মিষ্টি ও সুস্বাদু। কেজি প্রতি এ আমের দাম প্রায় তিন লাখ টাকা।
advertisement
Subhadip Pal
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2023 5:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Miyazaki Mangoes: একটি আমের দাম ৩ লক্ষ টাকা! ১৫ গুণ বেশি মিষ্টি এই ফল এবার বাংলায়, চেখে দেখুন