South 24 Parganas News: পদবী ছাড়া বড় হচ্ছে ৩ বছরের অক্ষর, অভিনেতা-নাট্যকার দম্পতির গল্প শুনে অবাক হবেন

Last Updated:

South 24 Parganas News: ছেলে হোক বা মেয়ে, সন্তানকে ধর্মের বেড়াজালের বাইরে রাখার পরিকল্পনা করেন তাঁরা। খাতায় কলমে পদবী ছাড়াই বেড়ে উঠছে অক্ষর।

+
পদবী

পদবী ছাড়াই বড় হচ্ছে বছর তিনের অক্ষর

দক্ষিণ ২৪ পরগনা: পদবী ছাড়াই বড় হচ্ছে অক্ষর। বয়স এখন তিন বছর। অক্ষরের বাবা মুদাসর হোসেন, মা হাবিবা মল্লিক স্বপ্ন দেখছেন ধর্মীয় ভেদাভেদ হীন সমাজের। বাবা পেশায় অভিনেতা, মা নাট্যকার, আর তাঁদের একমাত্র সন্তান অক্ষর। আর তাই তাঁদের সন্তানকে ধর্মীয় পরিচয় ছাড়া বড় করে তুলতে চান বাবা-মা।
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতের বাসিন্দা। একমাত্র সন্তানের জন্মের পর থেকে জন্মের শংসাপত্রে কোনও পদবী না রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। পদবী ছাড়াই অক্ষরের জন্মের শংসাপত্র দেয় স্থানীয় পঞ্চায়েত।
advertisement
তাঁদের পরিকল্পনা ছিল আগে থেকেই। ছেলে হোক বা মেয়ে, সন্তানকে ধর্মের বেড়াজালের বাইরে রাখার পরিকল্পনা করেন তাঁরা। খাতায় কলমে পদবী ছাড়াই বেড়ে উঠছে অক্ষর।
advertisement
এ বিষয় অক্ষরের বাবা মুদাসসর বলেন, “পদবী তো ধর্মের বাহক। আর এই পদবী দেখেই ভাগ করা হয় আমাদের জাত। আমি এবং আমার স্ত্রী চাই আমাদের সন্তান এই ভেদাভেদের মধ্যে বেড়ে না ওঠে। তাই নামের সঙ্গে পদবী জুড়ে দিতে চাইনি। আমাদের পরিবার একান্নবর্তী। মানবতাকে একমাত্র ধর্ম বলে মনে করি আমরা সবাই। ছেলেকে সেভাবেই বড় করে তোলার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের পরিবারে বরাবরই মানবতা চর্চা হয়। এভাবেই ছেলেকে বড় করে তুলব।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পদবী ছাড়া বড় হচ্ছে ৩ বছরের অক্ষর, অভিনেতা-নাট্যকার দম্পতির গল্প শুনে অবাক হবেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement