ফের দুরন্ত অফার জিও-র, এবার রিচার্জ করতে লাগবে আরও কম টাকা !

Last Updated:
#কলকাতা: জিও মানেই অফারের ছড়াছড়ি ৷ সংস্থার দু’বছরের পূর্তি উপলক্ষে একের পর এক অফার দিয়েই চলেছে জিও ৷ কিন্তু অফার এখানেই শেষ হচ্ছে না ৷ এবার জিও-র সবচেয়ে বেশি সেল হওয়া ৩৯৯ টাকার প্ল্যানেও আরও ১০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে ৷ অর্থাৎ এই প্ল্যান এবার রিচার্জ করতে আরও ১০০ টাকা ডিসকাউন্টে মাত্র ২৯৯ টাকায় পাওয়া যাবে ৷ এর জন্য মোবাইল ওয়ালেট সংস্থা PhonePe-র সঙ্গে গাটছড়া বেঁধেছে জিও ৷ ১২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০১৮-র মধ্যে গ্রাহকরা মাই জিও অ্যাপ থেকে এই অফার পাবেন ৷
Jio
সংস্থার দ্বিতীয় বর্ষের পূর্তিতে প্রায় প্রতি মাসেই গ্রাহকদের কোনও না কোনও নতুন অফার দিয়ে চমক দিচ্ছে জিও ৷ এবার PhonePe-র সঙ্গে গাটছড়া বাঁধায় এই মোবাইল ওয়ালেটের মাধ্যমে রিচার্জ করলে আরও ১০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন গ্রাহকরা ৷ জিও-র এই ৩৯৯ টাকার প্ল্যানই সবচেয়ে জনপ্রিয় ৷ এই অফারে এবার তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা (৪২ জিবি) এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা গ্রাহকরা পাবেন মাত্র ২৯৯ টাকায় ৷ জিও-র প্রিপেড গ্রাহকরা এই ১০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দু’ভাবে পাবেন ৷ ১. মাইজিও অ্যাপ থেকে বুক করলে ৫০টাকা ক্যাশব্যাক ৷ ২. PhonePe থেকে পেমেন্ট করলে আরও অতিরিক্ত ৫০ টাকা অতিরিক্ত ছাড় ৷ তবে অফার সীমিত সময়ের জন্যই ৷ তাই দেরি না করে এখনই রিচার্জ করে ফেলুন ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের দুরন্ত অফার জিও-র, এবার রিচার্জ করতে লাগবে আরও কম টাকা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement