Property Rules: টানা ১২ বছর ধরে ভাড়ায় থাকলে সেই সম্পত্তি কি ভাড়াটের হয়ে যাবে? কী করা উচিত মালিকের?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
12 Year Property Rule in India: আসলে সম্পত্তি দখল করে বসেন ভাড়াটিয়া। যার ফলে মালিকের অশান্তি বাড়ে। তাই নিয়মকানুন জেনে তবেই ভাড়া দেওয়া উচিত। আজ এই বিষয়েই কথা বলা যাক।
কলকাতা: চাকরির পাশাপাশি আয় করার জন্য অনেকেই ব্যবসা করে থাকেন। বিশেষ করে বাড়ি অথবা সম্পত্তি ভাড়া দেওয়ার ব্যবসা কিন্তু বেশ লাভজনকই। কিন্তু সঠিক নিয়মকানুন না জেনেই ভাড়া দিয়ে থাকেন। ফলে পরে মুশকিলে পড়েন। কিন্তু কীভাবে। আসলে সম্পত্তি দখল করে বসেন ভাড়াটিয়া। যার ফলে মালিকের অশান্তি বাড়ে। তাই নিয়মকানুন জেনে তবেই ভাড়া দেওয়া উচিত। আজ এই বিষয়েই কথা বলা যাক।
অনেক সময় দেখা যায় যে, বছরের পর বছর ধরে রয়েছেন ভাড়াটে। এদিকে বাড়ির মালিকও নিজের সম্পত্তির যত্ন নিচ্ছেন না। শুধু প্রতি মাসের শুরুতে অ্যাকাউন্টে ভাড়াটা পেয়ে যাওয়া নিয়ে কথা। এহেন পরিস্থিতিতে বহু সময়ই সম্পত্তি দখল হয়ে যায়। এমনকী, সম্পত্তি সংক্রান্ত আইনে এমনও নিয়ম আছে, যেখানে বলা হয় যে, ১২ বছর ধরে একটি সম্পত্তিতে কেউ ভাড়াটে হিসেবে বাস করলে তিনি সেই সম্পত্তির অধিকার দাবি করতে পারেন। যদিও এর শর্ত কঠিন, তবে বাড়ি বা সম্পত্তির মালিককে বিস্তর ঝামেলা পোহাতে হয়।
advertisement
advertisement
এটা আসলে প্রতিকূল দখলের আইন। এটি ব্রিটিশ আমলের। সহজ কথায় একে জমি দখলের আইনও বলা যেতে পারে। এই আইনের অনেক সময় মালিকদের সম্পত্তি হারাতে হয়। দীর্ঘ দিন ধরে বসবাসকারী ভাড়াটেরা এটি ব্যবহার করার চেষ্টা করেন অনেক সময়। এই বিষয়ে বাড়িওয়ালার সতর্ক থাকা উচিত। তবে এই ১২ বছর সংক্রান্ত আইন সরকারি সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
advertisement
কোন পরিস্থিতিতে এটি স্বীকৃত হয়?
যদি সম্পত্তিটি শান্তিপূর্ণ ভাবে দখল করা হয় এবং জমির মালিকও এটি সম্পর্কে অবগত হন, তবে প্রতিকূল দখলে সম্পত্তির মালিকানা দাবি করা যেতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল ১২ বছরের সময় কালে জমির মালিক সেই দখলের বিষয়ে কোনও বিধিনিষেধ আরোপ করেননি। ফলে এটা প্রমাণ হয় যে, সম্পত্তির দখল অব্যাহত ছিল। তাতে মালিক কখনও বাধা দেননি। দখলকারীরও সম্পত্তির দলিল, করের রশিদ, বিদ্যুৎ অথবা জলের বিল, সাক্ষীদের হলফনামা ইত্যাদি প্রয়োজন।
advertisement
কীভাবে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব?
নিজেকে সুরক্ষিত রাখতে কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে একটি ভাড়া চুক্তি করা উচিত। এটা সাধারণত ১১ মাসের জন্য করতে হয়। আর প্রতি ১১ মাস অন্তর এর পুনর্নবীকরণ করতে হবে। এর ফলে সম্পত্তির দখলে বাধা তৈরি হয়। দ্বিতীয়ত বাড়ির মালিক চাইলে সময়ে সময়ে ভাড়াটে পরিবর্তন করতে পারেন। এর পাশাপাশি সম্পত্তির দিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে, যাতে সেটা কেউ অবৈধ ভাবে দখল করতে না পারে। কাউকে ভরসা করে সম্পত্তির দায়িত্ব দিলে তা মালিকের ক্ষতির কারণ হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 6:20 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Property Rules: টানা ১২ বছর ধরে ভাড়ায় থাকলে সেই সম্পত্তি কি ভাড়াটের হয়ে যাবে? কী করা উচিত মালিকের?