Birbhum News: পিস্তল হাতে ফেসবুকে ছবি! বিছানায় টাকার পাহাড়! বীরভূমের যুবকের কাণ্ডে আতঙ্ক হবে!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
পুলিশি তৎপরতায় গত কয়েক মাস ধরেই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র।
#বীরভূম : পুলিশি তৎপরতায় গত কয়েক মাস ধরেই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এই সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করার কাজ চলছে। এরই মধ্যে সোমবার রাতে এক যুবককে যেভাবে গ্রেফতার করা হল তার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বীরভূমে। দিন কয়েক আগে দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা শেখ ফরিদ নামে এক যুবকের ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচারে দেখা যায় আগ্নেয়াস্ত্র।
এর দিন কয়েক পরেই আবার ওই যুবকের ফেসবুক প্রোফাইল পিকচারে দেখা যায় টাকার পাহাড়।স্বাভাবিকভাবেই ওই যুবকের ফেসবুক প্রোফাইল পিকচারে বারবার এই ধরনের ছবি দেখতে পাওয়ার পরিপ্রেক্ষিতে দুবরাজপুরে শোরগোল পড়ে যায়। ওই যুবককে নিয়ে গুঞ্জন শুরু হতেই নড়েচড়ে বসে দুবরাজপুর থানার পুলিশ। এরপরই সোমবার রাতে হানা দিয়ে ওই যুবককে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
advertisement
advertisement
কে এই যুবক শেখ ফরিদ তা নিয়ে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত ওই যুবকের বাড়ি দুবরাজপুর থানার অন্তর্গত খোয়াজ মহম্মদপুর। গতকাল পুলিশ গোপন সূত্রে জানতে পারে ওই যুবক আগ্নেয়াস্ত্র সহ যশপুর থেকে দুবরাজপুর রাস্তায় নির্জন জঙ্গলে দাঁড়িয়ে আছে। সেখানে পুলিশের একাধিক টিম গিয়ে চারদিক ঘিরে ফেলা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
advertisement
ওই যুবকের থেকে একটি সাত এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। কী কারণে ওই যুবক শেখ ফরিদ তার ফেসবুকে প্রোফাইল পিকচারে আগ্নেয়াস্ত্রের ছবি রেখেছিলেন, এর পিছনে কী রয়েছে কোন কারবার, তা জানার চেষ্টা করছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ওই যুবক।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
November 30, 2022 12:50 PM IST
