West Bengal HS Result 2022: বাবা বিছানা-ধরা! জোটে না দু'বেলা খাবার! তবুও উচ্চ মাধ্যমিকে অষ্টম মনিরা!

Last Updated:

West Bengal HS Result 2022: হত দরিদ্র পরিবার! আশার আলো মনিরা খাতুন! কঠিন লড়াই করতে হয়েছে তাকে!

মনিরা খাতুন
মনিরা খাতুন
#বীরভূম : করোনাকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দু'বছর মেধাতালিকা প্রকাশ বন্ধ থাকার পর চলতি বছর প্রকাশিত হয়েছে মেধাতালিকা। এই বছর এই মেধাতালিকা প্রকাশ হওয়ার পরই দেখা যায় একের পর এক চমক। একসঙ্গে ২৭২ জন প্রথম দশে জায়গা করে নিয়েছেন। যা ঐতিহাসিক। ঐতিহাসিক এই ফলাফলের পাশাপাশি এই বছরে এমন কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন যাদের কথা না বললেই নয়। একেবারে হত দরিদ্র পরিবার থেকে উঠে এসে এই সকল পরীক্ষার্থীরা মেধা তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। এই সকল পড়ুয়াদের মধ্যেই একজন হলেন বীরভূমের মনিরা খাতুন।
হাজার প্রতিকূলতাকে দূরে সরিয়ে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মুরলিডাঙ্গার মনিরা এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম এবং জেলায় দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন। তার প্রাপ্ত নম্বর হল ৪৯১। মনিরা জামালপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী।
নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মনিরাকে হাজার প্রতিকূলতা সহ্য করতে হয়েছে। তার বাবা মাহিরুল শেখ একটি দুর্ঘটনার পর থেকেই বিকলাঙ্গ। কাজ করার কোনও ক্ষমতা নেই। মা মন্নকা বিবি একজন গৃহবধূ। তাদের রয়েছে ১৫ কাঠা জমি অর্থাৎ এই জমি এক বিঘাও নয়। এই জমিতে চাষ করে যেটুকু ধান পাওয়া যায় সেই ধান থেকে যা চাল পাওয়া যায় তা দিয়ে তাদের সারা বছর টানটান করে চালাতে হয়। বাকি এর ওর থেকে সাহায্য নিয়ে সংসার চলে।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পড়াশোনার জন্য মনিরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে ১২ হাজার টাকা পায়। বাকি খরচ খরচের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের অন্যান্যরা যেটুকু সাহায্য করতেন তা দিয়েই তার পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। এইভাবে খড়ের চালা ঘরে বাস করেই মনিরা আজ উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন। তার স্বপ্ন আগামী দিনে বিডিও হওয়ার।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
West Bengal HS Result 2022: বাবা বিছানা-ধরা! জোটে না দু'বেলা খাবার! তবুও উচ্চ মাধ্যমিকে অষ্টম মনিরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement