Weekend Tourist Spot: ছোট্ট ছুটিতে একবার ঢুঁ মারুন বীরভূমের এই ‘জায়গা’, বাড়ি ফিরতে মন চাইবে না কিন্তু
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Weekend Tourist Spot: বোলপুর শান্তিনিকেতন তো অনেকবার গেছেন কোনওদিন ঘুরে দেখেছেন তিনপাহাড়! এই তিনপাহাড়-এর নাম প্রায় ৯০ শতাংশ মানুষের কাছে একদম নতুন।
বীরভূম: বীরভূম অনেকবার এসেছেন আর এই বীরভূমে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন ঘুড়ে দেখেননি এমন কেউ হয়ত নেই।কারণ এই বোলপুর শান্তিনিকেতনে শুধুমাত্র দেশ রাজ্যের মানুষ নয় দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে আসেন। শুধুমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দর্শনীয় স্থান নয় এর পাশাপাশি রয়েছে একাধিক দেখার জায়গা তার মধ্যে অন্যতম সোনাঝুরির হাট। বর্তমানে এই হাট এখন পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় এবং জনপ্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে।
তবে, বোলপুর শান্তিনিকেতন তো অনেকবার গেছেন কোনওদিন ঘুরে দেখেছেন তিনপাহাড়! এই তিনপাহাড়-এর নাম প্রায় ৯০ শতাংশ মানুষের কাছে একদম নতুন। তবে কী এই তিনপাহাড়, কী এই পাহাড়ের আসল কাহিনি? বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে মাত্র ২০ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই পাহাড়ে! এই তিনপাহাড় বোলপুর শান্তিনিকেতনের মধ্যে এক ঐতিহ্যবাহী জায়গা। তিনপাহাড় অর্থাৎ তিনটি নুড়ির ধাপ দিয়ে করা রয়েছে একটি পাহাড়। যার মধ্যে অবস্থিত রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই গাছটি রোপন করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। প্রথম যখন তিনি শান্তিনিকেতন আসেন তখন তিনি এই গাছটি রোপন করেন। এই গাছটি যখন বড় হয় তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি নুরি দিয়ে গাছটিকে সুন্দর ভাবে বাধিয়ে তোলেন। এবং এই গাছের তলেই বসে বহু কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর!
advertisement
advertisement
তবে এই সমস্ত ধারণা একদমই ভুল এমনটাই জানাচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এলাকার বাসিন্দা থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনের পথপ্রদর্শকরা। বিশ্বভারতীর পথপ্রদর্শক সজল বিশ্বাস জানান, “রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন বাড়ি তৈরি করেন যার নাম শান্তিনিকেতন, তখন তিনি এখানে একটি পুকুর খনন করেন বর্তমানে যেখানে তিনপাহাড় অবস্থিত সেখানে পুকুর ছিল যার নাম ছিল তালপুকুর। জলাশয় শেষ করে পুরোটাই মাটি ভরতি করে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তারপরে এখানে একটি বট গাছ স্থাপন করা হয় এবং যেটির নাম তিনপাহাড়। সহজ পাঠের মলাটের উপর এই বট গাছের ছবি পাওয়া যায় তবে এখানে বসে বিশ্বকবি কোনও কবিতা লেখেননি, অনেক পর্যটকরা বোলপুর এসে এখানে ভুল তথ্য নিয়ে বাড়ি ফেরেন তবে সেটি সম্পূর্ণ ভুল ধারণা।”
advertisement
তিনি আমাদের আরও জানান ‘কুমোর পাড়ার গরুর গাড়ি ‘ যে কবিতাটি রয়েছে সেটি কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনের বট গাছের তলায় লেখা নয়, এটি বাংলাদেশে লেখা কবিতা। তবে সব মিলিয়ে এবার বোলপুর শান্তিনিকেতন এলে অবশ্যই সঠিক তথ্য নিয়ে বাড়ি ফিরবেন।
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 2:52 PM IST