হোম /খবর /বীরভূম /
রাস্তা, নিকাশী নালা, নলকূপ কিছুই প্রায় নেই বীরভূমের এই গ্রামে!

Birbhum News: গ্রামে রাস্তা নেই, হয়নি নিকাশী নালাও! ক্ষোভে ফুটছে মানুষ

X
title=

বামনডিহি গ্রামে কোন‌ও রাস্তা পাকা হয়নি। ফলে চলাফেরার ক্ষেত্রে গ্রামবাসীদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। সব থেকে বেশি সমস্যা হয় বর্ষার সময়।

  • Share this:

বীরভূম: গ্রামে রাস্তা নেই৷ হয়নি নিকাশি নালাও। আর তাতেই ক্ষোভে হেঁটে পড়ল রামপুরহাট-২ ব্লকের বুধিগ্রাম পঞ্চায়েতের বামনডিহি গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েতকে এলাকার সমস্যার বিষয়ে জানিয়েও কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুন: বেআইনি মাটি বিক্রির অভিযোগ আরামবাগে

বীরভূমের এই গ্রামের মানুষের অভিযোগ, বামনডিহি গ্রামে কোন‌ও রাস্তা পাকা হয়নি। ফলে চলাফেরার ক্ষেত্রে গ্রামবাসীদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। সব থেকে বেশি সমস্যা হয় বর্ষার সময়। বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে যায়৷ বাধ্য হয়ে গ্রামের মানুষকে এক হাঁটু কাদার মধ্য দিয়েই যাতায়াত করতে হয়। তবে কেবল রাস্তার সমস্যা নয়৷ এলাকায় পানীয় জলেরও ব্যাপক সমস্যা রয়েছে। গ্রামে একটি মাত্র নলকূপ আছে। গ্রীষ্মের সময় সেটা থেকেও ভালভাবে জল পড়ে না। বাধ্য হয়ে দূরের কোন‌ও গ্রাম থেকে জল নিয়ে এসে তৃষ্ণা নিবারণ করতে হয় বাসিন্দাদের।

এই নিয়ে স্থানীয় বাসিন্দা চায়না গড়াই বলেন, এই তো রাস্তার অবস্থা। বর্ষার সময় এক হাঁটু জল হয়ে যায়। এই পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না। একই কথা শোনা গেল শিবানী গড়াইয়ের মুখে। তিনি বলেন, রাস্তাঘাট নেই। জল নেই। বারবার বলেও কোন‌ও কাজ হয়নি। কেন প্রশাসন আমাদের দিকটা দেখছে না তা বুঝতে পারছি না।

শুভদীপ পাল

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Agitation, Birbhum news, Drain, Protest, Rampurhat, Suri