BIRBHUM NEWS : ৩০ টি রেললাইন চুরি! লাইন-সহ গ্রেফতার ২ চোর
- Published by:Ankita Tripathi
Last Updated:
গোপনসূত্রে খবর পেয়ে বীরভূমের কাঁকড়তলায় চুরি যাওয়া রেল লাইন উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ ও রেল পুলিশ । এই রেল লাইন চুরির অভিযোগে গ্রেফতার করা হয় ২ জন ব্যক্তিকে । তাদের থেকে উদ্ধার হয় প্রচুর রেলের লাইন ।
বীরভূম: গোপনসূত্রে খবর পেয়ে বীরভূমের কাঁকড়তলায় চুরি যাওয়া রেল লাইন উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ ও রেল পুলিশ । এই রেল লাইন চুরির অভিযোগে গ্রেফতার করা হয় ২ জন ব্যক্তিকে । তাদের থেকে উদ্ধার হয় প্রচুর রেলের লাইন ।
বীরভূমের ভীড়গড় থেকে ঝাড়খন্ডের পলাশথলি ট্রেন বন্ধ দীর্ঘদিন ধরে , সেই রেল লাইনের অনেকটা অংশ চুরি হয়ে যায় । বীরভূমের কাঁকড়তলা থানার পুলিশ গোপনসুত্রে রেল লাইন চুরির খবর পেয়েই অন্ডাল আর পি এফ -এর সাথে যোগাযোগ করে , অন্ডাল রেল পুলিশের ও বীরভূমের কাঁকড়তলা থানার যৌথ অভিযানে প্রায় ৩০ টি রেল লাইন-সহ দুজনকে গ্রেপ্তার করে কাঁকড়তলা থানার পুলিশ । ধৃতদের নাম শেখ আলতাব বয়স ২২ ও শেখ ইন্তাজ বয়স ২৬ ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায় , ধৃতদের বাড়ি কাঁকড়তলা থানার কৈথি গ্রামে । দুই ব্যক্তিকে গ্রেফতারের পর কাঁকড়তলা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় । উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ অন্ডাল-পলাস্থলি রুটের কাঁকড়তলা গ্রাম থেকে পলাস্থলি পর্যন্ত লাইনের লোহা চুরি হচ্ছে । সেই খবর পুলিশের কাছে আসতেই যৌথ ভাবে তদন্তে নামে কাকরতলা থানার পুলিশ ও রেল পুলিশ ।
advertisement
advertisement
বেশ কদিন তদন্ত চলার পরই গভীর রাত্রে কাঁকড়তলা থানার পুলিশের জালে ধরা পড়ে দুজন লোহা পাচারকারী , তাদের জিজ্ঞাসাবাদ করে কৈথি গ্রামের কাছে একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে থেকে ৩০ টিরও বেশি রেল লাইনের লোহার টুকরো উদ্ধার করে কাকরতলা থানার পুলিশ এবং ধৃতদের তুলে দেওয়া হয় রেল পুলিশের হেফাজতে । অন্ডাল রেল পুলিশ এই বাজেয়াপ্ত রেল লাইন গুলি নিজেদের হেফাজতে নিয়ে যায় । এই চুরির চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ ও রেল পুলিশ ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 9:15 PM IST









