Panchayat Election 2023: ভোট প্রচারে বেরিয়ে গাছের চারা বিলি তৃণমূল প্রার্থীর!
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অভিনব প্রচার কৌশল বীরভূমের তৃণমূল জেলা পরিষদের প্রার্থী শাবানা ইয়াসমিনের। পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে ভোটারদের মধ্যে গাছের চারা বিলি করলেন তিনি।
বীরভূম: ভোট প্রচারের হাতিয়ার গাছের চারা। এমনই অবাক ছবি দেখা গেল পঞ্চায়েত ভোটের প্রচারে। এক প্রার্থীর রীতিমতো গাছের চারা বিলি করে মানুষকে পরিবেশ সম্বন্ধে সচেতন করার চেষ্টা করলেন। এই অবাক ছবিটা উঠে এসেছে বীরভূমে।
এতদিন ভারতের অন্যান্য রাজ্য বা বাংলায় অভিযোগ উঠত, ভোট প্রচারে বেরিয়ে নগদ টাকা, মদ, মিষ্টি, পোশাক বিলি করে সাধারণ মানুষের মতকে প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিক দল বা প্রার্থীরা। কিন্তু এবার পুরো উলটপুরান। ভোটের প্রচারে বেরিয়ে মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করতে গাছ বিলি করলেন বীরভূম জেলা পরিষদের ১৬ নম্বর আসনের তৃণমূল প্রার্থী শাবানা ইয়াসমিন।
advertisement
advertisement
তৃণমূলের এই মহিলা প্রার্থী প্রচারে গিয়ে এলাকার প্রতিটি মানুষের হাতে একটি করে গাছের চারা তুলে দেন। পাশাপাশি ওই গাছ লাগিয়ে পরিচর্যা করারও আবেদন জানান। প্রার্থীর এই ভিন্ন ধরনের প্রচার দেখে খুশি সাধারণ মানুষ। তাঁর এই অভিনব প্রচার কৌশল সম্বন্ধে বলতে গিয়ে শাবানা ইয়াসমিন বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের উন্নয়নের পাশাপাশি প্রয়োজন প্রকৃতির উন্নতি করা। সেই কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মূলধারার রাজনৈতিক দলগুলি বিরুদ্ধে অভিযোগ, তারা পরিবেশকে ততটা গুরুত্ব দেয় না। সেখানে বীরভূমের এই তৃণমূল প্রার্থী রীতিমতো চমক সৃষ্টি করলেন।
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 6:02 PM IST









