Tarapith-Travel: তারাপীঠে গেলে এই জায়গায় অবশ্যই যাবেন! মন্দিরের খুব কাছে রয়েছে দারুণ একটি জায়গা! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Tarapith-Travel: তারাপীঠে এলে অবশ্যই এই জায়গা ঘুরে আসুন! জানুন
বীরভূম: বীরভূমের তারাপীঠ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত বীরচন্দ্রপুর একচক্র ধাম।সেখানে রয়েছে ইসকন মন্দির,নিতাই-এর জন্মস্থান বলে এটি পরিচিত।বহু পর্যটক ছুটে আসেন বীরভূমের এই ইসকন মন্দির দর্শন করতে। তবে পর্যটকরা তারাপীঠ এসে রাত্রিবাস করে টোটো কিংবা অটো রিজার্ভ করে এই মন্দির দর্শনের জন্য যান। বীরভূমের তারাপীঠ থেকে মাত্র ২০০ টাকায় অটো অথবা টোটো করে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে।
মন্দিরের মনোরম পরিবেশ মুগ্ধ করবে যে কোনও দর্শনার্থীকে। এছাড়াও এখানে রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। সময় মত গেলে দেখা যেতে পারে মন্দিরের পুজো। অনেকের অজানা এই ইসকন মন্দিরে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ইসকন মন্দির চত্বরে রয়েছে অতিথি নিবাস।সেই অতিথি নিবাসে রয়েছে মোট ১৬ টি রুম। এর মধ্যে ২টি রুম এসি এবং বাকি ১৪ টি রুম নন এসি। একটি রুমে মোট ৪ জন করে থাকার সুব্যবস্থা রয়েছে। চাইলে মোট ৫ জন পর্যন্ত থাকা যাবে। একটি নন এসি রুমের ভাড়া ৬০০ টাকা এবং এসি রুমের ভাড়া মাত্র ১৫০০ টাকা প্রতিদিন।
advertisement
advertisement
তবে এ তো গেল অতিথি নিবাসের কথা। কিন্তু কীভাবে বুক করবেন এই অতিথি নিবাস?এই বিষয়ে ইসকন মন্দিরের নিতাই রাম দাস জানান, তাদের একটি ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে(৬২৯৬১৪৭৫৭১) ফোন করে অগ্রিম বুকিং করে রাখলেরুম রেখে দেওয়া হয়। তিনি আরও জানান, অতিথিরুমে যখনই প্রবেশ করুন না কেন, পরের দিন সকাল ৮ টায়তাদের রুম চেক আউট করতে হবে।এভাবেইসময় নির্ধারিত রয়েছে।
advertisement
এছাড়াও সকাল থেকে রাত্রি পর্যন্তও ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্ট কুপন রয়েছে সকাল ৮ টার সময় খাবারের জন্য। যার মূল্য মাত্র ৫০ টাকা। দুপুরের আহারের কুপনেরমূল্য মাত্র ৭০ টাকা এবং রাত্রিতে ডিনার কুপন ৪০ টাকার বিনিময়ে পাওয়া যায়। এছাড়াও দুপুরে রাজভোগ মহাপ্রসাদ এর ব্যাবস্থা রয়েছে। ওপরে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করতে হয় এই মহাপ্রসাদ। সীমিতসংখ্যক অতিথিরজন্য এই ভোগ ব্যাবস্থা করা হয়, যার মূল্য ১২৫ টাকা।
advertisement
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 8:37 PM IST