Drooling In Sleep: ঘুমোলেই মুখ থেকে লালা পড়ে? কেন পড়ে? কীভাবে বন্ধ করবেন?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Drooling In Sleep: ঘুমোলেই লালা পড়ে বালিশ ভিজে যায়? কেন পড়ে লালা? এই লালা পড়া কীভাবে বন্ধ করবেন? জানুন
advertisement
আপনার কি নখ দিয়ে দাঁত কাটার অভ্যাস আছে? এই অভ্যাস থাকলে বাদ দিতে হবে। কারণ আপনি মুখের ভেতরে হাত দিলে বা নখ কামড়ালে তাপমাত্রা ও আর্দ্রতা কমে গিয়ে মুখের ভেতর সহজেই ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। যে কারণে মুখ থেকে লালা পড়তে পারে। নখ খাওয়া বন্ধ করলেই লালা পড়া কিন্তু অনেকটা কমে যাবে! এটা একটা কারণ। আছে আরও অনেক কারণphoto source collected
advertisement
advertisement
শরীরে অতিরিক্ত ক্লান্তি, মস্তিষ্কের বেশি ব্যবহার অথবা কিছু ওষুধ খাওয়া। যে কারণে ঘুমের সময় মস্তিষ্ক কিছু ভুল সংকেত পাঠায়। এর ফলে মুখে থুতু বেড়ে গিয়ে লালা পড়তে পারে। এ কারণে বিশেষজ্ঞরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও পরিমিত খাওয়া, ভিটামিন সি-সহ পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। তবে তাতেও না কমলে চিকিৎসকের পরামর্শ নিন! photo source collected
advertisement
ঠান্ডার জন্য মুখ থেকে লালা পড়তে পারে। আবার ঘুমের ভুল ভঙ্গিও এর জন্য দায়ী হতে পারে। অনেকে টেবিলে মাথা রেখে চেয়ারেই ঘুমিয়ে পড়েন। এমন অবস্থায় সহজেই লালা পড়তে পারে। আবার অনেক সময় বালিশেও ঠিক ভঙ্গিতে ঘুমানো হয় না। তাই এদিকে খেয়াল রাখতে হবে। সঠিক ভাবে ঘুমিয়ে দেখুন, কমে যাবে লালা পড়া! photo source collected