Birbhum News: স্কুল খোলা, কিন্তু কোনও পড়ুয়ার দেখা নেই বহড়াপুর গ্রামে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত সোমবার বিকালে সাঁইথিয়া থানার অন্তর্গত বহড়াপুর গ্রামে দুই পক্ষের মধ্যে বচসা থেকে বোমাবাজির ঘটনা ঘটে। এই বোমাবাজির ঘটনায় ১৪ বছর এবং ১৮ বছর বয়সী দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের আতঙ্ক গ্রাস করছে।
#বীরভূম : গত সোমবার বিকালে সাঁইথিয়া থানার অন্তর্গত বহড়াপুর গ্রামে দুই পক্ষের মধ্যে বচসা থেকে বোমাবাজির ঘটনা ঘটে। এই বোমাবাজির ঘটনায় ১৪ বছর এবং ১৮ বছর বয়সী দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের আতঙ্ক গ্রাস করছে। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে সেখানে বাড়ি থেকে ছোট ছোট ছেলেমেয়েদের বের করতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।
এই ঘটনার দুদিন পার হয়ে গেলেও বুধবার এখানকার যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে একটি পড়ুয়ারও দেখা মিলল না। ভয়ানক এই ঘটনার পরদিন অর্থাৎ মঙ্গলবার স্কুল ছুটি ছিল। এরপর আজ অর্থাৎ বুধবার যথারীতি সময়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে হাজির হন এবং স্কুলে পঠন পাঠন স্বাভাবিক নিয়মে চালানোর জন্য প্রস্তুতি শুরু করেন। কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এলাকার একটিও পড়ুয়া সেখানে হাজির হয়নি। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তারা নির্দিষ্ট সময়ে স্কুলে এলেও পড়ুয়ারা স্কুলে আসেনি।
advertisement
আরও পড়ুনঃ বিরসা মুন্ডার জন্মদিনে ভিন্ন রূপে ধরা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
বহড়াপুর বলাইচণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্বীকার করে নিয়েছেন, আতঙ্কের কারণেই হয়তো অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাননি। তবে স্কুলের শিক্ষকদের তরফ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই যাতে স্কুলের পড়ুয়াদের স্কুলে পাঠান অভিভাবকরা তার জন্য প্রয়োজন পড়লে বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাঁইথিয়ার বহরাপুর গ্রামে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ১২
অন্যদিকে এলাকা জুড়ে বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক জন্য বলেও জানিয়েছেন তারা। রাজ্য সরকারের শিশু অধিকার ও শিশু সুরক্ষা আয়োগের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, বিষয়টি জানতে পারলাম এবং আমরা এই বিষয়ে সজাগ থাকব। যাতে করে ওই জায়গায় পড়ুয়ারা ফের স্বাভাবিকভাবে স্কুলে ফিরতে পারেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যে আতঙ্ক ছড়িয়েছে সেই আতঙ্ক কাটতে কিছুটা হলেও সময় লাগবে।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
November 17, 2022 1:30 PM IST