Birbhum News: বিরসা মুন্ডার জন্মদিনে ভিন্ন রূপে ধরা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মজয়ন্তী উদযাপিত হল সিউড়ির সিধু কানহু মঞ্চে। মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
#বীরভূম : স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মজয়ন্তী উদযাপিত হল সিউড়ির সিধু কানহু মঞ্চে। মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উজ্জ্বল উপস্থিতি ছিল বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, বীরভূম জেলা পরিষদ সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যদের। এই অনুষ্ঠান চলাকালীনই একেবারে ভিন্ন রূপে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর রাঁচি অঞ্চলের এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী ছাড়াও তিনি ছিলেন আদিবাসী সমাজের একজন সংস্কারক। ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচার এবং ব্যভিচারের বিরুদ্ধে তিনি আদিবাসী সমাজকে সংগঠিত করেছিলেন। বিদ্রোহীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান। বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাকে ব্রিটিশরা গ্রেফতার করে। তার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় শতাধিক আদিবাসীকে।
advertisement
আরও পড়ুনঃ দুবরাজপুর ঘুরতে এসে হারিয়ে গেল পাঁচ বছরের শিশু! উদ্ধার করল পুলিশ
বিচারে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে ফাঁসির আগেই তার কলেরা রোগে ১৯০০ খ্রিস্টাব্দের ৯ জুন মৃত্যু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মহান স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পালন উপলক্ষে গত কয়েক বছর ধরেই ধুমধাম করে অনুষ্ঠান করা হচ্ছে এবং সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। এদিন সিউড়ির সিধু কানহু মঞ্চে এই অনুষ্ঠান উদযাপনের সময় প্রশাসনিক আধিকারিকদের মাটিতে বসেই পুরো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ একদিকে পানীয় জল অপচয় রোধের প্রচার, অন্যদিকে অবাধে অপচয়!
এর পাশাপাশি ফিরহাদ হাকিমকে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী মানুষদের উদ্বুদ্ধ করতে দেখা যায়। এছাড়াও আদিবাসী সমাজের উন্নয়নের জন্য এদিনের এই অনুষ্ঠান থেকে সরকারি সহযোগিতা হিসেবে বিভিন্ন প্রকল্পের পরিপ্রেক্ষিতে আদিবাসী গোষ্ঠীদের হাতে লক্ষাধিক টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয় জমির পাট্টা। এছাড়াও যে সকল আদিবাসীরা আধার কার্ড করানোর জন্য আবেদন করেছিলেন, তাদের হাতে আধার কার্ড তুলে দেওয়া হয়।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
November 15, 2022 8:50 PM IST
