Birbhum News : পুজোর আগে খুলল কারখানা, হাসি ফুটল মহম্মদ বাজারের শ্রমিকদের মুখে
Last Updated:
২০১৬ সালে পরিবেশ দূষণ সংক্রান্ত মামলা রুজু হয় জাতীয় পরিবেশ আদালতে। এই মামলা রুজু হয় মহম্মদ বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় থাকা পাথর খাদান, ক্রাশার নিয়ে।
#বীরভূম: ২০১৬ সালে পরিবেশ দূষণ সংক্রান্ত মামলা রুজু হয় জাতীয় পরিবেশ আদালতে। এই মামলা রুজু হয় মহম্মদ বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় থাকা পাথর খাদান, ক্রাশার নিয়ে। এই মামলার শুনানির জন্য একাধিকবার ডাক পড়লেও তা এখনও বিচারাধীন। এমন পরিস্থিতিতে গত ১ সেপ্টেম্বর থেকে পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে যায় এই এলাকার পাথর শিল্প। এই পাথরশিল্প স্তব্ধ হয়ে যাওয়ার ফলে কাজ হারান লক্ষাধিক মানুষ। এই পাথর শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার যানবাহন স্তব্ধ হয়ে পড়ে। এসবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে এক দফা বৈঠক হয় পাথর খাদান মালিক এবং পাথর শিল্পের সঙ্গে যুক্তদের। এই বৈঠকের পর বুধবার থেকে আংশিকভাবে খুলে যায় এই পাথর শিল্প। পুনরায় এই পাথর শিল্প খুলতেই হাসি ফিরল এলাকার শ্রমিকদের মুখে।
আরও পড়ুন Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
শ্রমিক, যানবাহন চালক যারা এই পাথর শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত তারা জানিয়েছেন, ঠিক পুজোর আগে এইভাবে পাথর শিল্প স্তব্ধ হয়ে যাওয়ার কারণে তারা দুশ্চিন্তায় ভুগছিলেন। কীভাবে পুজোর সময় তাদের সংসার চলবে, কীভাবে তারা তাদের পরিবারের ছোট বড়দের জামাকাপড় এসব কিনে দেবেন। তবে বুধবার থেকে পুনরায় এই পাথর শিল্প খুলে যাওয়ার ফলে তারা স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন।
advertisement
advertisement
মালিকপক্ষদের তরফ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে কথা বলার পর তারা বিষয়টি নিয়ে তৎপরতা দেখাবেন বলে জানিয়েছেন এবং শ্রমিক পক্ষের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খাদান খুলে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যে সকল খাদানের বৈধতা রয়েছে সেই সকল খাদানগুলি খুলে দেওয়া হয়েছে এবং ক্রাশারগুলির অধিকাংশ বৈধ থাকাই সেগুলি স্বাভাবিকভাবেই চলছে। আশা করা হচ্ছে আগামী দিনে এই সমস্যা মিটে যাবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
advertisement
Madhab Das
Location :
First Published :
September 08, 2022 12:05 PM IST