Bangla News : কেতুগ্রামের সাধারণ যুবক! এমন কাজ ঘটাতে পারে, ভাবার বাইরে! যা পেল STF
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Bangla News ঘটনা জানলে চমকে যাবেন!
বীরভূম: বিপুল পরিমাণে অস্ত্র সহ ধৃত এক যুবক। শুক্রবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) তাঁকে সিউড়ি বাস স্ট্যাণ্ড এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল রহিম সেখ। সে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকার খালিপুরের বাসিন্দা। শনিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত ভাগলপুর থেকে দুমকা হয়ে সিউড়ির হয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এসটিএফ সেই খবর জানতে পারে এবং সিউড়ি বাস স্ট্যাণ্ড এলাকায় তাকে আটক করে। এরপরেই তার কাছে থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: কুলার বা এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে ঘর কি বেশি ঠান্ডা হবে? কোথায় হচ্ছে ভুল? জানলে চমকে যাবেন
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেভেন এমএম, ওয়ান সাটার সহ একাধিক বন্দুক ও বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে এসটিএফ তাকে গ্রেফতার করে। এদিন ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়। মামলার আসামী পক্ষের আইনজীবী সুব্রত দে বলেন, ” পুলিশের পক্ষ থেকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানান হয়। বিচারক সাতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।”
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 4:40 PM IST