Bangla News : কেতুগ্রামের সাধারণ যুবক! এমন কাজ ঘটাতে পারে, ভাবার বাইরে! যা পেল STF

Last Updated:

Bangla News ঘটনা জানলে চমকে যাবেন!

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল এসটিএফ
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল এসটিএফ
বীরভূম: বিপুল পরিমাণে অস্ত্র সহ ধৃত এক যুবক। শুক্রবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) তাঁকে সিউড়ি বাস স্ট্যাণ্ড এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল রহিম সেখ। সে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকার খালিপুরের বাসিন্দা। শনিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন:
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত ভাগলপুর থেকে দুমকা হয়ে সিউড়ির হয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এসটিএফ সেই খবর জানতে পারে এবং সিউড়ি বাস স্ট্যাণ্ড এলাকায় তাকে আটক করে। এরপরেই তার কাছে থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেভেন এমএম, ওয়ান সাটার সহ একাধিক বন্দুক ও বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে এসটিএফ তাকে গ্রেফতার করে। এদিন ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়। মামলার আসামী পক্ষের আইনজীবী সুব্রত দে বলেন, ” পুলিশের পক্ষ থেকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানান হয়। বিচারক সাতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।”
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Bangla News : কেতুগ্রামের সাধারণ যুবক! এমন কাজ ঘটাতে পারে, ভাবার বাইরে! যা পেল STF
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement