Birbhum News: আদৌ কি হবে পৌষ মেলা? ভাগ্য নির্ধারণ কবে, জানা গেল দিনক্ষণ

Last Updated:

Birbhum News: শান্তিনিকেতন ট্রাস্ট যে আবেদন জানাই বোলপুর পৌরসভার কাছে তার পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে তৎপরতা শুরু করা হয়।

+
পৌষ

পৌষ মেলা কি আদৌ হবে?

বীরভূম : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের পৌষ মেলা গত দু'বছর ধরে হয়নি। দু'বছর ধরে না হওয়ার কারণ হিসাবে দায়ী করা হয়েছে করোনা সংক্রমণকে। তবে এই বছর যখন সংক্রমণ নেই বললেই চলে সেই সময় পৌষ মেলা নিয়ে জট কোনভাবেই কাটতে দেখা যাচ্ছে না। বিশ্বভারতীর তত্ত্বাবধানে আয়োজক শান্তিনিকেতন ট্রাস্ট দিন কয়েক আগেই পৌষ মেলা করতে অপারগ বলে জানিয়েছিল বোলপুর পৌরসভাকে। বোলপুর পৌরসভাকে তাদের তরফ থেকে সহযোগিতা চাওয়া হয় মেলার আয়োজন নিয়ে।
শান্তিনিকেতন ট্রাস্ট যে আবেদন জানাই বোলপুর পৌরসভার কাছে তার পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে তৎপরতা শুরু করা হয়। তাদের তরফ থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয় এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি বৈঠকও হয়েছে। যদিও সেই বৈঠকে মেলা হবে, না হবে না অথবা কোথায় হবে সেই নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কারণ সেদিনের বৈঠকে বোলপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত থাকলেও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন না। তবে সেই বৈঠকেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বিভিন্ন সুবিধা-অসুবিধা সমস্যা নিয়ে।
advertisement
advertisement
পৌষ মেলা নিয়ে যখন হাতে আর মাত্র কয়েকটা দিন এবং এই নিয়ে জট চলছে সেই সময় আগামী ২৬ নভেম্বর সেই জট খুলতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ঐদিন একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বীরভূম জেলা প্রশাসনের। বিশ্বভারতীর তরফ থেকেই বীরভূম জেলা প্রশাসনকে ঐদিন বৈঠক ডাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী ২৬ নভেম্বর ভাগ্য নির্ধারণ হবে এই বছর পৌষ মেলার।
advertisement
বীরভূম জেলাশাসক বিধান রায় এই বিষয়ে জানিয়েছেন, "বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি চিঠি দিয়েছেন বৈঠক করার বিষয়ে এবং সেই চিঠি পাওয়ার পর বৈঠকে উপস্থিত থাকা নিয়ে আমরা সদিচ্ছা প্রকাশ করেছি। বৈঠকে আমি ছাড়াও বীরভূম জেলা পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। আশা করছি এই দিনের এই আলোচনা সদর্থক হবে এবং একটি সিদ্ধান্তে আসা যাবে।"
advertisement
---Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: আদৌ কি হবে পৌষ মেলা? ভাগ্য নির্ধারণ কবে, জানা গেল দিনক্ষণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement