West Bengal Governor: শপথ নিলেন যেদিন, সেদিনই অধীরের অভিযোগপত্র পেলেন নতুন রাজ্যপাল

Last Updated:

West Bengal Governor: খুন হওয়া তপন কান্দুর নামও তুলে ধরেছেন অধীর চৌধুরী। ঝালদা পুরসভার দখল পেতে তৃণমূল কোনও চেষ্টাই বাকি রাখেনি বলে অভিযোগ করেছেন তিনি।

অধীরের চিঠি রাজ্যপালকে
অধীরের চিঠি রাজ্যপালকে
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : শপথগ্রহণের দিনেই বিরোধী দল কংগ্রেসের চিঠি পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরুলিয়ার ঝালদা পুরসভা তৃণমূলের দখলে যাওয়া নিয়ে চক্রান্তের অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি চিঠিতে অভিযোগ করেছেন, ঝালদা পুরসভায় জয়ী কাউন্সিলর, চেয়ারম্যান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের ওপর প্রথম দিন থেকেই অত্যাচার চালানো হচ্ছে। এমনকী, খুন হওয়া তপন কান্দুর নামও তুলে ধরেছেন অধীর চৌধুরী। ঝালদা পুরসভার দখল পেতে তৃণমূল কোনও চেষ্টাই বাকি রাখেনি বলে অভিযোগ করেছেন তিনি।
রাজ্যপালকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী জানিয়েছেন, ঝালদা পুরসভা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা রয়েছে। তবে সম্প্রতি কংগ্রেস সেখানকার বোর্ড গঠনের পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থায় ঝালদা পুরসভায় প্রশাসক বসিয়ে তৃণমূল নিজেদের দখলে নিতে চাইছে বলে অভিযোগ অধীরের। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়৷ সেই আস্থা ভোটেই শাসক দলের হাতছাড়া হয় এই পুরসভা৷ ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে৷ সেই ১২টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ছিল তৃণমূলের দখলে৷ পাঁচটি ছিল কংগ্রেসের দখলে৷ দু'টি ওয়ার্ড নির্দল কাউন্সিলরদের হাতে ছিল৷
advertisement
advertisement
আস্থা ভোটে পাঁচ জন কংগ্রেস কাউন্সিলর এবং দু' জন নির্দল কাউন্সিলর উপস্থিত ছিলেন৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরও আস্থা ভোটে অংশ নেননি৷ ফলে ভোটাভুটিতে সাতটি ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস৷ দুই নির্দল কাউন্সিলরই কংগ্রেসকে সমর্থন করেন৷ গত ১৩ অক্টোবর ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী কাউন্সিলররা৷ সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে৷ সেই মামলার শুনানির পর আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷
advertisement
পুরভোটের পর থেকেই শিরোনামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ এর পর উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকেই জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু৷ কিন্তু নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে পুরবোর্ড গঠন করে তৃণমূল৷ যদিও পুজোর পরই অনুন্নয়েনর অভিযোগে তৃণমূলের দিক থেকে সমর্থন তুলে নেন ওই নির্দল কাউন্সিলর৷ এর পরেই অনাস্থা প্রস্তাব আনা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Governor: শপথ নিলেন যেদিন, সেদিনই অধীরের অভিযোগপত্র পেলেন নতুন রাজ্যপাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement