Lottery News: ৩০ টাকাতেই জীবন বদল যুবকের, কোটি টাকা জয়! আরও এক বিজেতা দ্বারস্থ পুলিশের

Last Updated:

Lottery News: কিছুদিন আগে যখন লটারির টিকিট বিক্রি নিয়ে ঝামেলা হয়, এমনকি অনেকে টিকিট বিক্রি বন্ধ করেছিলেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#ধূপগুড়ি: ৩০ টাকায় কোটিপতি হলেন ধূপগুড়ির প্রীতম। যখন লটারি নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি, ঠিক তখনই লটারিতে কোটিপতি হলেন ধূপগুড়ির এক যুবক। তবে তাকে ঘিরে সৃষ্টি হয়নি কোনও বিতর্ক। কারণ সে এক সাধারণ ছেলে। শাসক দলের নেতা কিংবা শাসক পরিবারের সদস্য নন।
কিছুদিন আগে যখন লটারির টিকিট বিক্রি নিয়ে ঝামেলা হয়, এমনকি অনেকে টিকিট বিক্রি বন্ধ করেছিলেন। শাসক দলের নেতাদের একাংশ নাকি সেই লটারি প্রাইজের টাকাতেই রাতারাতি কোটিপতি হয়েছিল। এমনই অভিযোগ তুলেছিলেন বিরোধী শিবির। ঠিক সে সময় লটারিতে কোটিপতি এক যুবক।
advertisement
advertisement
ধূপগুড়ি পৌরসভার ১১ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা প্রীতম সাহা ৩০ টাকার লটারি কেটে এখন সে কোটিপতি। প্রীতম জানায়, সে একটি কোম্পানিতে কাজ করে। গতকাল বিকেলে ৩০ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। আর সেই টিকিটেই যে প্রথম পুরস্কার হবে তা কে জানত। কিন্তু হল তাই। দেখা যায় ৩০ টাকার টিকিটে এক কোটি পুরস্কার পেয়েছে প্রীতম। প্রথমে বিশ্বাসই করতে পারছিল না প্রীতম। তার বাড়ির সদস্যরাও দারুন খুশি। তবে এক কোটি টাকা দিয়ে কী করবে, তা এখনও ভাবেনি প্রীতম। ইতিমধ্যে নিরাপত্তার স্বার্থে বুধবার সকালে প্রীতম টিকিটটি থানায় জমা করেছে।
advertisement
লটারি জিতে কোটিপতি হয়ে তেহট্ট থানার দারস্থ হলেন এক ব্যক্তি। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তেহট্টের তরণীপুর থেকে ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তেহট্টের শলুয়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় বিশ্বাস। ঘন্টাখানেক পর তিনি জানতে পারেন লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন তিনি। এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে লটারির টিকিট হাতে সোজা চলে আসেন তেহট্ট থানায়। জানা গিয়েছে ওই ব্যক্তি কোলকাতা পুলিশের কনস্টেবল। নিয়মিত লটারির টিকিট না কাটলেও ছুটিতে বাড়ি এসে আজ টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই প্রথম পুরস্কার এক কোটি টাকা জেতেন তিনি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lottery News: ৩০ টাকাতেই জীবন বদল যুবকের, কোটি টাকা জয়! আরও এক বিজেতা দ্বারস্থ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement