Birbhum news: জটিল হচ্ছে পরিস্থিতি! সিকিমে গিয়ে নিখোঁজ বীরভূমের একই পরিবারের আট জন

Last Updated:

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান আর পাহাড়-ধসে বিধ্বস্ত সিকিম।

+
সিকিমে

সিকিমে গিয়ে নিখোঁজ বীরভূমের একই পরিবারের ৮ জন

বীরভূম: সিকিমে ঘুরতে গিয়ে বিপত্তি। নিখোঁজ একই পরিবারের মোট আটজন। ৩ অক্টোবর থেকে তাদের সঙ্গে পরিবার কোনও ভাবেই যোগাযোগ করতে পারছে না। আর তার ফলেই দুশ্চিন্তায়ঘুম উড়েছে পরিবারের সকলের।
বীরভূমের ইলামবাজারের ভাগবতী বাজার এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মহফুজ রহমান জানান, তাঁর পরিবারের আটজন সিকিম বেড়াতে গিয়েছিলেন। দক্ষিণ সিকিমের নাচেন এলাকার একটি বেসরকারি হোটেলে উঠেছিলেন ওই আটজন। ৩ তারিখ থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের। নিখোঁজদের নাম সোহান রাজভি (৬), রেবিকা মণ্ডল (৩৪), মোজাফফর আহমেদ (৪২)এসথাউদ্দিন শেখ(৪২),রাইসা জাহান(৪), রেহা তানভী(১০), নাজিয়া খাতুন (৩৯)। পরিবারের তরফ থেকে ইলামবাজার থানাতে জানানো হয়েছে। তবে একই পরিবারের এতজন একসঙ্গে নিখোঁজ থাকার পরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
advertisement
সিকিমের বিপর্যয়ের ফলে এখনও নিখোঁজ ২২ জন সেনা জওয়ান। অন্যদিকে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার হয়। মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান আর পাহাড়-ধসে বিধ্বস্ত সিকিম। আটকে পড়েছেন বহু পর্যটক, স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে জোরকদমে কাজ চালাচ্ছে ভারতীয় সেনা। নর্থ সিকিমে সেনা ছাউনিতে আটকে দেড় হাজার পর্যটক। নিখোঁজ সেনাদের সন্ধানে তল্লাশি চলছে। তিস্তা থেকে সেনা ট্রাকের হদিস মিলছে। মিলছে তলিয়ে যাওয়া অন্য সামগ্রীও।
advertisement
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: জটিল হচ্ছে পরিস্থিতি! সিকিমে গিয়ে নিখোঁজ বীরভূমের একই পরিবারের আট জন
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement