Birbhum News- বক্রেশ্বরে দু'বছরের খরা কাটলো মহা শিবরাত্রিতে

Last Updated:

নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম

+
বক্রেশ্বরে

বক্রেশ্বরে দু'বছরের খরা কাটলো মহা শিবরাত্রিতে

#বীরভূম : দেশজুড়ে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। দীর্ঘ করোনাকালের বিধি নিষেধ এখন শিথিল। এই শিথিলতার পরিপ্রেক্ষিতে চলতি বছর মহা শিবরাত্রিতে সর্বত্রই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। অন্যান্য জায়গার মতো এই বছর মহা শিবরাত্রিতে গত দু'বছরের খরা কাটলো বক্রেশ্বরে। সতীপীঠ হিসাবে খ্যাতি রয়েছে বীরভূম জেলার। আর এই সকল সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হল বক্রেশ্বর। একই সঙ্গে এই জেলায় শৈবক্ষেত্রের কমতি নেই। বক্রেশ্বর ছাড়াও বীরভূমে যেসকল খ্যাতনামা শৈব ক্ষেত্র রয়েছে সেগুলি হল কলেশ্বর, রাখড়েশ্বর, জুবুটিয়া, ডাবুক, কবিলাশপুর। তবে তা হলেও এই সকল তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র এবং পর্যটনস্থল হলো বক্রেশ্বর।
প্রতিবছর এই বক্রেশ্বরে মহা শিবরাত্রি উপলক্ষে অজস্র ভক্তের সমাগম হয়। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এইদিন ভক্তদের আগমন লক্ষ্য করা যায়। তবে গত দু'বছর ধরে কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের আগমনের ক্ষেত্রে ভাটা পড়ে ছিল। এবার বিধিনিষেধ শিথিল হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বক্রেশ্বর ধামে। বক্রেশ্বর মন্দির কমিটির সদস্যদের থেকে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর ভিড় বাড়বে সেটা আগেই আন্দাজ করা হয়েছিল। তবে আন্দাজের তুলনায় অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভিড় বাড়লেও যাতে সুষ্ঠুভাবে প্রত্যেক ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং পুজো দিতে পারেন তার জন্য দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। বক্রেশ্বর সতীপীঠ হিসাবে পরিচিত হলেও এখানে মহাদেব রূপে পূজিত হয়ে থাকেন ঋষি অষ্টবক্র মুনি। এই মহাদেবের মন্দির হিসাবেই এখানকার খ্যাতি সর্বত্র। শিবরাত্রি ছাড়াও বছরের বিভিন্ন সময় এখানে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। শিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও পর্যটক এবং ভক্তরা এখানে এসে থাকেন।
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- বক্রেশ্বরে দু'বছরের খরা কাটলো মহা শিবরাত্রিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement