Birbhum News: মেনুতে মাংস, তরকারি, চাটনির সঙ্গে আরও অনেক চমক! কিন্তু 'পাত্র-পাত্রী'র পরিচয় অবাক করবে

Last Updated:

ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। সেই আশায়  ব্যাঙের বিয়ে দেওয়া হল বীরভূমের নলহাটিতে। সোমবার নলহাটি এলাকার ১২ নম্বর ওয়ার্ডের  মন্ডলপাড়ায় অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ে হয়।

+
মেনুতে

মেনুতে মাংস, তরকারি, চাটনি সঙ্গে আরও অনেক চমক! কিন্তু 'পাত্র-পাত্রী' পরিচয় অবাক করবে

বীরভূম: ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। সেই আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হল বীরভূমের নলহাটিতে। সোমবার নলহাটি এলাকার ১২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায় অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ে হয়। অন্যান্য বিয়ের মতোই ব্যাঙের বিয়েতেও লোকজনের আগমন, অতিথিদের আনাগোনা, গান বাজনা, ভুরিভোজ, উপহার-সহ সমস্ত রকমের রীতি রেওয়াজ পালন করা হল।
বৃষ্টি জন্য ব্যাঙের বিয়ের প্রথা বাস্তবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। অনেক গ্রাম অঞ্চলের মধ্যে অনা বৃষ্টি হলে ব্যাঙের বিয়ে দেওয়া হয়, এমনই প্রথা আছে বলে জানা গেছে। তবে যারা বিজ্ঞানমনস্ক মানুষ, তাদের কাছে এই ব্যাঙের বিয়ে কুসংস্কার ছাড়া আর কিছু নয়।
advertisement
বিয়ের উদ্যোক্তারা জানান বৃষ্টি হচ্ছে না তাই তারা তাঁদের পাড়ার ১০০ টি পরিবার মিলে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। ঠিক যেমন মানুষের বিয়ে হয় সমস্ত রীতিনীতি মেনে ওই ব্যাঙ দুটির বিয়ের আয়োজন করা হয়েছে।
advertisement
এই বিয়েতে খরচ হয়েছে আনুমানিক ১২০০০ টাকা যেটা সকল পরিবার মিলে চাঁদা তুলেছেন তারা। নাচ গান-সহ ভোজ কোনও কিছুই খামতি নেই এই বিয়েতে। মেনুতে আছে মাংস, ডাল, তরকারি, চাটনি-সহ মিষ্টি ও দই।এলাকাবাসীরা এই বিয়েতে মেতে উঠেছে। উদ্যোক্তারা আরও জানান বিয়ের পর যদি বৃষ্টি হয় তাহলে আরো বেশি আনন্দিত হবে।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মেনুতে মাংস, তরকারি, চাটনির সঙ্গে আরও অনেক চমক! কিন্তু 'পাত্র-পাত্রী'র পরিচয় অবাক করবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement