Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইতরা এলেন তারাপীঠে মন্দিরে, কী এমন ঘটল?

Last Updated:

Jagannath Temple: নবরূপে পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ১৭ টি রাজ্যের ৬৭ টি মন্দির কমিটিকে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে রয়েছে বীরভূমের তারাপীঠ মন্দির

পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইতরা এলেন তারাপীঠে মন্দিরে
পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইতরা এলেন তারাপীঠে মন্দিরে
বীরভূম : পরিক্রমা প্রকল্পে নতুনভাবে সেজে উঠতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। নব রূপে সেজে ওঠা পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে মা তারাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সূত্রে জানা গেছে পুরীর মন্দিরের অন্যতম তিন সেবাইত এসে আমন্ত্রণপত্র মা তারার চরণে অর্পণ করে। এরপরই সে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয় তারাপীঠ মন্দির কমিটির হাতে। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতরা।
সারা দেশের মধ্যে যে সমস্ত তীর্থক্ষেত্র গুলি রয়েছে তার মধ্যে অন্যতম এবং আকর্ষণীয় পুরীর জগন্নাথ দেবের মন্দির। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরী সমুদ্রের আনন্দ উপভোগ করার পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন এর জন্য ছুটে আসেন হাজারওদর্শনার্থী। বিশেষ করে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অন্যতম রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে পুরীর জগন্নাথ মন্দিরে। স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হয় পূর্নাথীদের।
advertisement
advertisement
যে পথ দিয়ে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করেন সেখানে শেড না থাকায় প্রচন্ড গরমে যেমন পর্যটকরা সমস্যায় পড়েন, ঠিক তেমনইবর্ষাকালের বৃষ্টির সময় আরও সমস্যার মুখে পড়তে হয়। সাধারণত সিংহদুয়ার দিয়েই মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করেন পূর্ণার্থীরা। তাই গ্রান্ড রোডের উপর মরিচকোট স্কোয়ার পর্যন্ত বাতানুকূল করিডর করার সিদ্ধান্ত নেয় পুরীর জেলা প্রশাসন।
advertisement
এছাড়াও মন্দিরের বাইরে দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক শৌচাগার নির্মাণ করা হয়েছে। এছাড়া দর্শনার্থীরা যাতে ঠিকভাবে ঘুরতে পারেন এবং বিভিন্ন দিক থেকে দর্শন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আগামী ১৭জানুয়ারি নব রূপে সেজে ওঠা এই পুরীর জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে সূত্রের খবর অনুযায়ী ১৭ টি রাজ্যের মোট ৬৭টি মন্দিরকে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বীরভূমের তারাপীঠের মা তারা মন্দির রয়েছে বলে জানা যায়।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই তারাপীঠ মন্দির সম্পর্কে জানেন পুরীর মন্দির থেকে আসা আমন্ত্রণ পত্র এর সবচেয়ে বড় প্রমাণ।এটা তারাপীঠ তথা জেলাবাসীর কাছে এটা গর্বের বিষয়।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বীরভূম/
Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইতরা এলেন তারাপীঠে মন্দিরে, কী এমন ঘটল?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement