Birbhum News: একেই ভ্যাপসা গরমে প্রাণ যায়, জলের অভাবে খাওয়াদাওয়ারও কষ্ট! বিক্ষোভে এলাকাবাসী

Last Updated:

Birbhum News: কেবল কুয়োর জল থাকে তাই এলাকাবাসী কোনও মতে রেহাই পেয়ে যান। কিন্তু গরমের মরশুমে কুয়োর জলের স্তরও নীচে নেমে যায়। তখন সমস্যা চরম আকার নেয়৷

গরম পড়তেই জলকষ্ট
গরম পড়তেই জলকষ্ট
বীরভূম: গরম পড়তেই জলকষ্ট শুরু। তার জেরেই বিপাকে সিউড়ি ১ ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দারা৷ প্রতিবাদে এদিন ওই গ্রামের ডাঙ্গালপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভও দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, কুয়ো থেকে ঘোলাটে জল উঠছে। জলস্বপ্ন প্রকল্পের জন্য এলাকায় পাইপ লাইন বসানো হয়েছে। কিন্তু জল আসে না। এলাকার টিউব ওয়েলগুলি থেকে জল পড়ে না। ফলে গত কয়েকদিন ধরে চরম জল সঙ্কট ভোগ করতে হচ্ছে।
advertisement
advertisement
এলাকাবাসীর দাবি, এই সমস্যা দীর্ঘদিনের। সারা বছরই জল সঙ্কট থাকে এলাকায়। কেবল কুয়োর জল থাকে তাই এলাকাবাসী কোনও মতে রেহাই পেয়ে যান। কিন্তু গরমের মরশুমে কুয়োর জলের স্তরও নীচে নেমে যায়। তখন সমস্যা চরম আকার নেয়৷
advertisement
গৃহবধূ আশা মাহারা বলেন, "পুকুরে জল নেই, কুয়োতে জল নেই। মাটির ঘরে বাস করি। আগুন লেগে গেলে নেভানোর জল পর্যন্ত নেই। রাস্তা খুঁড়ে পাইপ বসিয়েছে। তাতেও জল নেই। কুতুরা গ্রাম থেকে জল আনতে হচ্ছে। পঞ্চায়েত সদস্য বলাই ঘোষের মৃত্যু পর থেকে আর কোনও সদস্য নেই। ফলে অভি‌যোগ জানানোর উপায়ও নেই।" আরেক বাসিন্দা শিখা মাহারা বলেন, "জল নেই বলে খাওয়াদাওয়ায় সমস্যা হচ্ছে। কুতুরা গ্রাম থেকে জল আনছি। পঞ্চায়েত জল দেবে বলেছে। প্রতিবছর গরমে এরকম হয়।"
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: একেই ভ্যাপসা গরমে প্রাণ যায়, জলের অভাবে খাওয়াদাওয়ারও কষ্ট! বিক্ষোভে এলাকাবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement