Birbhum News : বৃষ্টির জল বাড়তেই গাড়ির বদলে নামে নৌকা! ভোগান্তি মহঃবাজারে
Last Updated:
ময়ূরাক্ষী নদীর দুটি শাখার মাঝে মহম্মদবাজার ব্লকে বদ্বীপের মতো অংশে রয়েছে অন্ততপক্ষে ১৫ টি গ্রাম।
#বীরভূম: ময়ূরাক্ষী নদীর দুটি শাখার মাঝে মহম্মদবাজার ব্লকে বদ্বীপের মতো অংশে রয়েছে অন্ততপক্ষে ১৫ টি গ্রাম। আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের এই গ্রামগুলি হল বরাম, নরসিংহপুর, বেহিরা, ভেজেনা, দুমনি, কুলতোর, কাটুনিয়া ইত্যাদি। এই সব গ্রামের বাসিন্দারা সম্প্রতি বৃষ্টি বাড়ার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এখন তাদের যাতায়াত বলতে কেবলমাত্র নৌকা। এমনকি নদীতে আরও জল বাড়লে নৌকা চড়ে পারাপারও বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন Hooghly News : অপরিচিত মহিলার ভিডিও কল তুলে বিপাকে পড়লেন চুঁচুড়ার বিধায়ক
এই সব গ্রামের সঙ্গে মহম্মদ বাজার অথবা সিউড়ি যোগাযোগের জন্য প্রতিবছর নদীর জল কমলেই অস্থায়ীভাবে একটি রাস্তা তৈরি করা হয়। এই বছর মে মাসেই এই রাস্তা ভেঙ্গে যায়। এরপর গ্রামের বাসিন্দারা অস্থায়ীভাবে সেখানে একজোড়া বাঁশের সেতু তৈরি করেছিলেন। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে সেই বাঁশের সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। এখন এই এলাকার হাজার হাজার বাসিন্দাদের নৌকার উপর নির্ভর করে যাতায়াত করতে হচ্ছে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই সমস্যা বছরের পর বছর ধরে চলে আসছে। স্থায়ী ভাবে এর সমস্যার সমাধান হতে পারে কেবলমাত্র কোন ব্রিজ তৈরি হলে। প্রশাসনিকভাবেও একাধিকবার ব্রিজ তৈরি করার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সেই ব্রিজ এখনও তৈরি হয়নি।বর্তমানে অস্থায়ী রাস্তা এবং বাঁশের সেতু ভেঙে যাওয়ার পর এলাকার বাসিন্দাদের নদী পারাপারের জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি দেওয়া হয়েছে নৌকা। তবে স্থানীয়রা জানিয়েছেন, নদীর জল আরও একটু বেড়ে যাওয়ার পর এই নৌকা চালানো যাবে না। তখন গ্রামের বাসিন্দাদের সম্পূর্ণভাবে গ্রামের মধ্যে বন্দি থাকতে হয়। এমনকি কারও কোনরকম অসুবিধা হলেও তাকে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয় না। জল কমার অপেক্ষায় থাকতে হয় বাসিন্দাদের।
advertisement
advertisement
আরও পড়ুন West Midnapore News: গ্রাম পঞ্চায়েতের কাজে দুর্নীতি! অভিযোগে সরব মানিকপাড়ার স্থানীয়রা
বড়াম গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর উপর অস্থায়ী রাস্তা এবং বাঁশের সেতু ভেঙে যাওয়ার পর এই পরিস্থিতির মধ্যে এলাকার বাসিন্দাদের কাটানোর পাশাপাশি মহম্মদবাজার ব্লকের গিরিপুরেও যে কজওয়ে রয়েছে তার ওপর দিয়েও বুধবার জল বইতে দেখা যায়। সে ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় এলাকার কয়েক হাজার মানুষকে।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
September 15, 2022 11:34 AM IST
