Birbhum: স্কুল খুলেও সঙ্কট পানীয় জল! সমস্যায় শতাধিক পড়ুয়া

Last Updated:

করোনাকাল এবং গরমের ছুটির জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর সম্প্রতি খুলে গিয়েছে স্কুলের দরজা। স্কুলের দরজা খোলার পর পড়ুয়াদের আগমন ঘটতে শুরু করেছে।

+
title=

#বীরভূম : করোনাকাল এবং গরমের ছুটির জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর সম্প্রতি খুলে গিয়েছে স্কুলের দরজা। স্কুলের দরজা খোলার পর পড়ুয়াদের আগমন ঘটতে শুরু করেছে। তবে এরই মধ্যে পানীয় জলের সমস্যায় বীরভূমের একটি স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত হাটজান বাজার এলাকায় রয়েছে মলয় সাক্ষী শিশু বিদ্যাপীঠ। এখানে কয়েকশো পড়ুয়া পড়াশোনা করার পাশাপাশি চলে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার। পড়ুয়াদের পানীয় জল ছাড়াও অন্যান্য কাজে ব্যবহৃত জলের পাশাপাশি প্রয়োজন হয় মিড ডে মিলের রান্না করার জন্য জল। কিন্তু জলের সমস্যায় এই স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা যাচ্ছে, এই স্কুলে একটি টিউবওয়েল ছিল। কিন্তু সেই টিউবওয়েলটি কোনভাবে ভেঙে যায় এবং তারপর স্কুল কর্তৃপক্ষ সেখানে সাবমারসিবলের ব্যবস্থা করে।
সাবমারসিবলের ব্যবস্থা করা হলেও বর্তমানে সেই সাবমারসিবল দিয়ে যে জল পাওয়া যাচ্ছে তা নোংরা এবং কাদায় ভরা। এমন পরিস্থিতিতে সেই জল না পানিও জল হিসাবে ব্যবহার করা যাচ্ছে, না ব্যবহার করা যাচ্ছে রান্নার কাজে। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে, স্কুলের শিক্ষিকাদের দূরের একটি পানীয় জলের কল থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে।
advertisement
advertisement
স্কুলের এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেছেন তারা। যদিও এই বিষয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ তাদের। সম্প্রতি এই ঘটনা নিয়ে কোন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ তৈরি হলে সিউড়ি পৌরসভার তরফ থেকে একটি পানীয় জলের টাংকি পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ মারকাটারি ব্যাপার! ভুবন বাদ্যকর খেলবেন 'চু কিত কিত', সঙ্গে আলুপোস্ত গার্ল রিম্পি!
তবে এইভাবে পানীয় জলের টাংকি পাঠিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। অন্যদিকে এই সমস্যার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানিয়েছেন, বিষয়টি তার কানে এসেছে এবং তিনি এর দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: স্কুল খুলেও সঙ্কট পানীয় জল! সমস্যায় শতাধিক পড়ুয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement