বীরভূম: প্রবল কর্মব্যস্ততার মাঝেও বোলপুরে সোমবার ভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেনাকাটা করলেন সোনাঝুরিতে গিয়ে। পরপর সাজানো কর্মসূচি সেরে ছুটে গেলেন এদিক থেকে ওদিক।
সোমবার দুপুর ৩:১৫ নাগাদ সোনাঝুরি সংলগ্ন সরকারডাঙ্গা মাঠে নামেন হেলিকপ্টার করে। চলে যান আদিবাসীদের সংগ্রহশালায়। সেখানে তাঁর হাত দিয়েই সংগ্রহশালার উদ্বোধন হয়। খোয়াই কর্মতীর্থ হাটে সেখানকার বিক্রেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বললেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের বাদ্যযন্ত্রও বাজান নিজের হাতে।
আরও পড়ুন: দীর্ঘদিন রেশন পাচ্ছেন না এলাকার বাসিন্দারা, কারণ জানলে চোখ কপালে উঠবে!
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এটি একটি কর্মশালা, বিক্রয় কেন্দ্র। এখানে জিনিসপত্র তৈরি করে বিক্রি করবেন সকলে। আমি এখান থেকে একটি ধানের ছড়া আর একটি ব্যাগ কিনলাম। ববিও (ফরহাদ হাকিম তাঁর মেয়ের জন্যেও কেনাকাটা করল।"
মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার বীরভূম সফরে এসেছিলেন ২০২০ সালে। এরপর আর তাঁকে বীরভূম সফরে আসতে দেখা যায়নি। তাঁকে প্রশ্ন করা হয়, দীর্ঘদিন পর জেলায় এসে কেমন লাগছে? মুখ্যমন্ত্রীর কথায়, "এতদিন আবার কী? সব সময় তো আসি।"
বোলপুর থেকে মঙ্গলবার মালদার উদ্দেশে রওনা দেবেন মমতা। সেখানে বেশ কিছু কর্মসূচি করার পর ফিরে আসবেন বীরভূমেই। বুধবার ডাকবাংলো মাঠে একটি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখান থেকে তারা বিতান-সহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
Madhab Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।