Birbhum News: কপ্টারে করে সোনাঝুরিতে মুখ্যমন্ত্রী, কিনলেন ধানের ছড়া ও ব্যাগ, কী নিলেন ফিরহাদ

Last Updated:

Birbhum News: সোমবার দুপুর ৩:১৫ নাগাদ সোনাঝুরি সংলগ্ন সরকারডাঙ্গা মাঠে নামেন হেলিকপ্টার করে। চলে যান আদিবাসীদের সংগ্রহশালায়।

+
মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

বীরভূম: প্রবল কর্মব্যস্ততার মাঝেও বোলপুরে সোমবার ভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেনাকাটা করলেন সোনাঝুরিতে গিয়ে। পরপর সাজানো কর্মসূচি সেরে ছুটে গেলেন এদিক থেকে ওদিক।
সোমবার দুপুর ৩:১৫ নাগাদ সোনাঝুরি সংলগ্ন সরকারডাঙ্গা মাঠে নামেন হেলিকপ্টার করে। চলে যান আদিবাসীদের সংগ্রহশালায়। সেখানে তাঁর হাত দিয়েই সংগ্রহশালার উদ্বোধন হয়। খোয়াই কর্মতীর্থ হাটে সেখানকার বিক্রেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বললেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের বাদ্যযন্ত্রও বাজান নিজের হাতে।
advertisement
advertisement
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এটি একটি কর্মশালা, বিক্রয় কেন্দ্র। এখানে জিনিসপত্র তৈরি করে বিক্রি করবেন সকলে। আমি এখান থেকে একটি ধানের ছড়া আর একটি ব্যাগ কিনলাম। ববিও (ফরহাদ হাকিম তাঁর মেয়ের জন্যেও কেনাকাটা করল।"
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার বীরভূম সফরে এসেছিলেন ২০২০ সালে। এরপর আর তাঁকে বীরভূম সফরে আসতে দেখা যায়নি। তাঁকে প্রশ্ন করা হয়, দীর্ঘদিন পর জেলায় এসে কেমন লাগছে? মুখ্যমন্ত্রীর কথায়, "এতদিন আবার কী? সব সময় তো আসি।"
বোলপুর থেকে মঙ্গলবার মালদার উদ্দেশে রওনা দেবেন মমতা। সেখানে বেশ কিছু কর্মসূচি করার পর ফিরে আসবেন বীরভূমেই। বুধবার ডাকবাংলো মাঠে একটি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখান থেকে তারা বিতান-সহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কপ্টারে করে সোনাঝুরিতে মুখ্যমন্ত্রী, কিনলেন ধানের ছড়া ও ব্যাগ, কী নিলেন ফিরহাদ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement