Chandrayaan 3: অভাব জয় করে চাঁদে 'পাড়ি' বীরভূমের ছেলের, ইসরোর কীর্তিতে উৎসব মল্লারপুরে

Last Updated:

Chandrayaan 3: বিজ্ঞানীর বাবাকে সংবর্ধনা দিল মল্লারপুর স্কুল। সেই স্কুলেই পঠনপাঠন করেছিলেন কৃতী সন্তান বিজয়। 

+
প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজয় কুমার দাই (ফাইল ছবি)

বীরভূম: সারা দেশ যখন উৎসব মাতোয়ারা হয়েছে, বাদ থাকবে কেন বীরভূম মল্লারপুর? ২৬ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর বৈজ্ঞানিকদের সামনাসামনি সংবর্ধনা জ্ঞাপন করবেন বলে জানিয়েছেন। ঠিক তার আগে বিজয় কুমার দাই-এর বাবাকে সংবর্ধনা দিল মল্লারপুর স্কুল। যে স্কুলে পঠন পাঠন করেছিলেন বিজয় কুমার দাই।
চন্দ্রযান ৩ পাঠানোর কর্মযজ্ঞে বীরভূমের প্রত্যন্ত গ্রামের বিজয় কুমার দাই-ও রয়েছেন। ইসরোর গবেষণাগারে বসে চন্দ্রযান ৩-এর প্রকল্পে অংশ নিয়েছেন বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণগ্রামের দাই পাড়ার বিজয় কুমার দাই। তফশিলি দরিদ্র চাষি পরিবারে জন্ম নেওয়া বিজয় দারিদ্রতাকে জয় করে চাঁদে যান পাঠালেন। বিশ্বজোড়া খ্যাতির কর্মকাণ্ডে ছেলের অংশগ্রহণে গর্বিত বিজয়ের বাবা-মা ও তাঁর গ্রামের মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুন: যতদিন বিশ্ব-ব্রহ্মাণ্ড, ততদিন চাঁদের বুকে ভারত! রোভার প্রজ্ঞান আঁকবে জাতীয় পতাকা, কীভাবে?
চন্দ্রযান ২ সফল না হলেও চন্দ্রযান ৩ সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। তাই খুশি বিজয় কুমার দাই-এর বাবা ও মা। ২০০০ সালে বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণগ্রাম জগৎতারিণী বিদ্যায়তন থেকে ৮৯ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন বিজয় কুমার দাই। উচ্চ মাধ্যমিক পাশ করেন বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে।
advertisement
আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি
তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন। তারপরেই চাকরি পেয়ে যান ইসরোতে। এবং সেখানেই চন্দ্রযান ২ এবং চন্দ্রযান ৩ উৎক্ষেপণে অংশগ্রহণ করেন তিনি। বিজয় কুমার দাই-এর এই সাফল্যে খুশি দক্ষিণগ্রামের মানুষজন। খুশি দক্ষিণগ্রাম জগৎতারিণী বিদ্যায়তনের শিক্ষককেরাও।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Chandrayaan 3: অভাব জয় করে চাঁদে 'পাড়ি' বীরভূমের ছেলের, ইসরোর কীর্তিতে উৎসব মল্লারপুরে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement