হোম /খবর /বীরভূম /
চোখের স্ক্যানে মিলবে রেশন! রেশন বন্টনের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম, জেনে নিন

Birbhum News: চোখের স্ক্যানে মিলবে রেশন! রেশন বন্টনের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম, জেনে নিন

রেশন বন্টনের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম

রেশন বন্টনের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম

আগেই বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে রেশন দেওয়া চালু হয়েছে৷ এবার চোখের স্ক্যান বা রেটিনাল ইমেজিং সিস্টেম দেওয়া হচ্ছে রেশন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বীরভূম: আগেই বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে রেশন দেওয়া চালু হয়েছে৷ এবার চোখের স্ক্যান বা রেটিনাল ইমেজিং সিস্টেম দেওয়া হচ্ছে রেশন। রেশন ডিলারদের খাদ্য দপ্তর সূত্রে এমনই খবর। এবার থেকে চোখের স্ক্যান করে রেশন দেওয়ার কাজ শুরু করবে প্রশাসন।

মূলত বার্ধক্যজনিত কারণে কিম্বা পেশাগত কারণে আঙুলের ছাপ নষ্ট হয়ে যাওয়ায় অনেক মানুষকে রেশন পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে বলে দাবি ডিলারদের।

আরও পড়ুন- দাতাবাবার মেলায় ভিক্ষুকদের ভিড়! এক-একজনের আয় শুনলে চমকে যেতে পারেন

জেলা খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের অতিরিক্ত সচিবের পক্ষ থেকে রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে দু'টি যন্ত্র দেওয়ার কথা বলা হয়েছে। একটি আইরিশ স্ক্যানার এবং অন্যটি ওজন মাপক যন্ত্র।

আরও পড়ুন- শিক্ষকের অভাবে হাইস্কুলে ইংরেজি পড়াচ্ছেন গ্রুপ-ডি কর্মী!

সূত্রের খবর, এই যন্ত্র কিভাবে ব্যবহার করা হবে তা মার্চ থেকে মে মাসের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের এক কর্তা জানান, ইতিমধ্যেই জেলায় প্রায় ন'শোর অধিক ডিলারকে আইরিশ স্ক্যানার যন্ত্র দেওয়া হয়েছে। ই-পসের সঙ্গে সংযুক্ত করে সেটিকে ব্যবহার করতে হবে।

অন্যদিকে ডিলারদের সংগঠন থেকে জানা গিয়েছে, স্ক্যানার দেওয়ার সময় ওই যন্ত্র ব্যবহারের পদ্ধতি শেখানো হচ্ছে। চলতি সপ্তাহ থেকেই এটি ব্যবহারের কাজ শুরু হয়েছে।

Subhadip Pal

Published by:Sayani Rana
First published:

Tags: Birbhum, Birbhum news, Food Department