'O' পজিটিভের বদলে 'A' পজিটিভ...! ভুল গ্রুপের রক্ত দিতেই যা ঘটল শরীরে! তুলকালাম 'এই' সুপার স্পেশালিটি হাসপাতালে
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
Last Updated:
ভুল গ্রুপের রক্ত দেওয়ায় অসুস্থ রোগী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার প্রেক্ষিতে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা জানান রোগীর আত্মীয়রা৷
বীরভূম: ভুল গ্রুপের রক্ত দেওয়ায় অসুস্থ রোগী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার প্রেক্ষিতে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা জানান রোগীর আত্মীয়রা৷ বছর ১৫ সোনালি মাড্ডি ঝাড়খণ্ডের বাসিন্দা।
গত শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক তাঁকে রক্ত দেওয়ার কথা বলেন। সেই মত সোনালির বাড়ির লোকজন ‘ও’ পজেটিভ রক্ত ব্যবস্থা করেন। সেই মত শনিবার তাঁকে রক্ত দেওয়া হয়।
advertisement
কিন্তু জটিলতা তৈরি হয় রবিবার। সোনালির পরিবারের লোকজনের অভিযোগ, এদিন রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যে সোনালি কাঁপতে শুরু করে এবং চরম অসুস্থ হয়ে পড়ে। তখন জানা যায় রোগীকে ‘ও’ পজেটিভ রক্তের জায়গায় ‘এ’ পজেটিভ রক্ত দেওয়া হয়। এরপরেই তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু হয়।
advertisement
আপাতত রোগী সুস্থ আছে৷ তবে হাসপাতালে এরকম গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এই নিয়ে রোগীর আত্মীয় জগন্নাথ টুডু বলেন, “রোগীকে রক্ত দেওয়ার পরেই কাঁপতে শুরু করে। আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়৷ তখন দেখি এই কাণ্ড। এখন চিকিৎসকরা ভাল করে দেখবেন বলছেন।” অন্যদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক বলেন, “গোটা বিষয়টিই সম্পূর্ণ অনিচ্ছাকৃত। দ্রুত ভুল শুধরে নেওয়া হয়েছে। ওই রোগী এখন ভাল আছে।”
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 1:02 PM IST