Birbhum News: পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, ভোটের আগে আসন বাড়ল বীরভূমে!

Last Updated:

Birbhum News: বীরভূমে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১০ বছর পর এমন আসন সংখ্যা বৃদ্ধি পেল।

বীরভূমে বাড়ল আসন
বীরভূমে বাড়ল আসন
বীরভূম : সামনেই পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে বীরভূমে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১০ বছর পর এমন আসন সংখ্যা বৃদ্ধি পেল।
এই আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ভোট প্রদান থেকে শুরু করে ভোট প্রার্থীদের মধ্যে কতটা সুবিধা হবে তা এখন দেখার। যদিও কোন রাজনৈতিক দলের তরফ থেকে যদি আসন সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোনরকম আপত্তি থাকে তাহলে তাদের আগামী দুই নভেম্বরের মধ্যে অভিযোগ জমা দিতে হবে।
advertisement
advertisement
এর আগে পর্যন্ত বীরভূমে মোট ২২৪৭ টি গ্রাম পঞ্চায়েত আসন ছিল। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ২৮৫৯। আগে যেখানে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল ৪৬৫ তা এখন বেড়ে দাঁড়াচ্ছে ৪৯০। অন্যদিকে জেলা পরিষদের আসন সংখ্যা যেখানে আগে ছিল ৪২ তা এখন বেড়ে দাঁড়াচ্ছে ৫২। জনসংখ্যা বৃদ্ধির নিরিখে এই আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে।
advertisement
এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে পঞ্চায়েত ভোটের পরিপ্রেক্ষিতে যে সংরক্ষিত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে বীরভূমে ৫০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হচ্ছে মহিলাদের জন্য। এর পাশাপাশি জনসংখ্যার নিরিখে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আলাদা করে আসন সংরক্ষণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, গত ১০ বছরে জনসংখ্যা এবং ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার নিরিখে এমন আসন বিন্যাস করা হয়েছে।
advertisement
--Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, ভোটের আগে আসন বাড়ল বীরভূমে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement