Birbhum News: মিড ডে মিলে সাপের পর এবার পুষ্টিকর খাবারের বন্দোবস্ত বীরভূমে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বীরভূম জেলাশাসক বিধান রায় নিজে উপস্থিত থেকে পুষ্টিকর খাবার দেওয়ার কাজ শুরু করে দিলেন।
#বীরভূম: দিন কয়েক আগেই বীরভূমের ময়ূরেশ্বরের মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের ডালে সাপ পাওয়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। যে ঘটনায় ২০ জনের বেশি পড়ুয়াকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। মিড ডে মিলের ডালে সাপ পাওয়ার ঘটনার মধ্যেই বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে দারুণ এক পদক্ষেপ নেওয়া হল। সরকারের নির্দেশ অনুযায়ী এবার মিড ডে মিলকে আরও পুষ্টিকর করার জন্য খাদ্য তালিকায় বিভিন্ন পদ যুক্ত করার কাজ শুরু করা হল।
মিড ডে মিলে পুষ্টির অভাব রয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে পুষ্টির অভাব না হয়। সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার মিড ডে মিলের সঙ্গে পুষ্টির যোগান বৃদ্ধি করতে দেওয়া হবে ফল এবং মাংস। এই প্রকল্প বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল বীরভূমে।
আরও পড়ুন: ঘুম ভাঙতেই উত্থিত লিঙ্গ স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ? পুরুষরা অবশ্যই জানুন
বীরভূমের বিভিন্ন জায়গার বিভিন্ন স্কুলে মিড ডে মিলে ফল ও মাংস দেওয়ার কাজ শুরু করা হয়েছে। বীরভূম জেলাশাসক বিধান রায় নিজে উপস্থিত থেকে পুষ্টিকর খাবার দেওয়ার কাজ শুরু করে দিলেন সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশন থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন: মানুষ বাঁচাবে ওরা, গঙ্গাসাগর দাপিয়ে বেড়াচ্ছে লিলি ও রোমিও! সাগরে দুরন্ত চমক
মিড ডে মিলে এমন পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলাশাসক বিধান রায় জানান, এই পুষ্টির সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা আরও উৎসাহ পাবে এবং ভালো ফলাফল করবে। অন্যদিকে, পড়ুয়াদের তরফ থেকেও পুষ্টিকর খাবার হিসাবে মিড ডে মিলের সঙ্গে ফল পাওয়ায় খুব খুশি বলেই জানিয়েছেন।
advertisement
মাধব দাস
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 2:12 PM IST