Birbhum News : সর্বভারতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান, বীরভূমের নাম উজ্জ্বল করলেন অরিত্র

Last Updated:

সর্বভারতীয় স্তরে অনলাইনে স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন আর্ট এন্ড কালচারের তরফ থেকে আয়োজিত হয় এই ক্লাসিকাল সঙ্গীত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করলেন সিউড়ির অরিত্র বন্দ্যোপাধ্যায়৷

+
title=

#বীরভূম : সর্বভারতীয় স্তরে অনলাইনে একটি সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন আর্ট এন্ড কালচারের তরফ থেকে আয়োজিত হয় এই ক্লাসিকাল সঙ্গীত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করলেন সিউড়ির অরিত্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরের এই ক্ল্যাসিকাল গানের প্রতিযোগিতার অংশগ্রহণ করে প্রথম স্থানাধিকার করা অরিত্র বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৮ নং ওয়ার্ডের হাটজান বাজারের বাসিন্দা। অরিত্র বন্দ্যোপাধ্যায় বর্তমানে বীরভূম জেলা স্কুলের একাদশ শ্রেণীর একজন ছাত্র।
ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের উপর ঝোঁক থাকার কারণে অরিত্রর বাবা-মা তাকে দেবিদাস চট্টোপাধ্যায়ের কাছে গান শেখার জন্য ভর্তি করেন। সেখানেই তার সঙ্গীত শিক্ষা। সম্প্রতি জাতীয় স্তরের এই প্রতিযোগিতার বিষয়ে তারা জানতে পারেন এবং তাতে অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতা হয় ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতাটি লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে হয়। এই প্রতিযোগিতায় দেশের আড়াই হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি ৮ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় অরিত্র জাতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে।
advertisement
advertisement
অরিত্র বন্দ্যোপাধ্যায়  নিজের বাড়ি থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তার পারফরম্যান্স দেখানোর দিন পড়েছিল ২৬ সেপ্টেম্বর। তাকে সাত মিনিট সময় দেওয়া হয় পারফরম্যান্স দেখানোর জন্য। সেই সাত মিনিটে তিনি অরিত্র হিন্দুস্তানীমার্গ সঙ্গীতে খেয়াল রাগ মালকোষ গিয়েছিলেন। এই প্রতিযোগিতায় চারজন বিচারক ছিলেন প্রতিযোগীদের বিচার করার জন্য।
advertisement
সর্বভারতীয় স্তরে আড়াই হাজারের বেশি অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে এইভাবে প্রথম স্থান অধিকার করার পরিপ্রেক্ষিতে খুশি অরিত্রর বাবা-মা ঠাকুরদা ঠাকুমা প্রত্যেকেই। তবে এই প্রথম অরিত্র এমন স্থান অধিকার করলেন তা নয়, এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাকে স্থান অধিকার করতে দেখা গিয়েছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : সর্বভারতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান, বীরভূমের নাম উজ্জ্বল করলেন অরিত্র
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement