Birbhum News: বুদ্ধিশ্বরের বুদ্ধিতে বাজিমাত, এই বাজারে মাত্র ২ টাকায় পাওয়া যায় জামাকাপড়!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দু'টাকায় এখন কী আর হয়! তবে এই দু'টাকাতেই মিলছে জিনিসপত্র।
#বীরভূম : দু'টাকায় এখন কী আর হয়! তবে এই দু'টাকাতেই মিলছে জিনিসপত্র। বিষয়টি অবাক করার হলেও এই টাকাতেই জিনিসপত্র কেনার সুযোগ করে দিচ্ছেন বীরভূমের এক ক্যারাটে শিক্ষক বুদ্ধিশ্বর মন্ডল। বুদ্ধিশ্বর মন্ডল ছোট থেকেই অত্যন্ত দারিদ্রের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছেন এবং এমন সময় গিয়েছে যে সময় তার বাবা-মা অন্যের বাড়ি থেকে পুরনো জামাকাপড় এনে তাকে পরিয়ে মানুষ করেছেন।
তবে বর্তমানে বুদ্ধিশ্বর মন্ডল ক্যারাটে শিক্ষক হয়ে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং মহিলাদের মার্শাল আর্ট ট্রেনিং দিচ্ছেন। কিন্তু তাহলেও তিনি দরিদ্র মানুষদের কথা ভুলে যাননি। এরই পরিপ্রেক্ষিতে পুজো অথবা অন্য কোন উৎসবের সময় যেমন বিভিন্ন দরিদ্রসীমার নিচে বসবাসকারী নতুন জামা কাপড় কিনে দেন। সেই রকমই সারা বছর যাতে এই সকল দরিদ্র মানুষেরা জামাকাপড় পরতে পান তার জন্য খুলেছেন দু'টাকার বাজার। তার এই দু'টাকার বাজারে পাওয়া যায় ভাল ভাল পুরানো জামাকাপড়।
advertisement
আরও পড়ুন: নিকাশি উন্নত করতে গিয়ে বিপত্তি, একের পর এক ব্যক্তি পড়ে যাচ্ছেন হাইড্রেনে! নদিয়ায় চাঞ্চল্য
বোলপুরের বুদ্ধিশ্বর মন্ডল বোলপুর-সহ বিভিন্ন জায়গার দারিদ্রসীমার নিচে বসবাসকারী গ্রামগুলি ঘুরে বেড়ান এবং শনাক্ত করেন। যে সকল জায়গায় দেখা যায় সবচেয়ে বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছেন সেই সকল জায়গায় তিনি দু'টাকার বাজার নিয়ে বসেন। যেখানে বিভিন্ন ধরনের ভালো ভালো পুরাতন জামা কাপড় পাওয়া যায়। এর পাশাপাশি যাতে সেই সকল পুরাতন জামাকাপড় যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা পরিষ্কার করে পরতে পারেন তার জন্য তিনি এক প্যাকেট করে ছোট ডিটারজেন্ট পাউডার দেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু, হুগলিতে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী
বুদ্ধিশ্বর মন্ডল এই সকল বিভিন্ন ভাল ভাল পুরনো জামাকাপড় তার ছাত্রীদের অভিভাবক এবং সহৃদয় মানুষদের থেকে সংগ্রহ করে নিয়ে আসেন এবং গ্রামে গ্রামে নিয়ে বসেন। তিনি এই সকল জামাকাপড় চাইলে বিনামূল্যে দিতে পারতেন। কিন্তু যারা এই সকল জিনিসপত্র গ্রহণ করছেন তারা যাতে বিষয়টিকে দান হিসেবে না নেন তিনি দু'টাকা দাম নিয়ে থাকেন। সম্প্রতি তিনি এই ধরনের বাজার খুলে মানুষদের হাতে জিনিসপত্র তুলে দিয়েছেন সাহেবডাঙ্গা, নীলডাঙ্গা-সহ বিভিন্ন গ্রামে এবং আগামী দিনেও একাধিক গ্রামে এই ধরনের বাজার খোলার পরিকল্পনা রয়েছে তার। তার এই বাজারে যেমন উপকৃত হচ্ছেন দুঃস্থ-দরিদ্র মানুষেরা ঠিক সেই রকমই তারা দু'হাত ভরে আশীর্বাদ দিচ্ছেন বুদ্ধিশ্বরকে এবং বুদ্ধিশ্বরের বুদ্ধিকে।
advertisement
মাধব দাস
Location :
First Published :
December 10, 2022 3:47 PM IST