Birbhum News : গুপ্তভাবে খাটের তলায় রাখা ছিল আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বারুদ, পুলিশি হানায় ধৃত দুই

Last Updated:

বাড়ির ভিতর গুপ্তভাবে খাটের তলায় রাখা আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য বেআইনি জিনিসপত্র উদ্ধার করে।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
#বীরভূম : পুলিশ বেশ কয়েকদিন ধরেই শরিফ শেখ ওরফে মহঃ শেখ নামে এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল। তাকে ধরার জন্য পুলিশের তরফ থেকে তিনটি টিম করা হয়েছিল এবং সেই তিনটি টিম লাগাতার তার উপর নজরদারি চালাচ্ছিল। পুরো বিষয়টির তত্ত্বাবধান করা হচ্ছিল নানুর থানার  ওসি এবং বোলপুর এসডিপিও-র তরফ থেকে। এরই মধ্যে বৃহস্পতিবার পুলিশ জানতে পারে ওই ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু জিনিস আনা হচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ সেখানে হানা দিয়ে বাড়ির ভিতর গুপ্তভাবে খাটের তলায় রাখা আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য বেআইনি জিনিসপত্র উদ্ধার করে। পুলিশ সঙ্গে সঙ্গে শরিফ শেখকে গ্রেফতার করে এবং তারপর সালাম শেখ নামে আরও এক ব্যক্তির খোঁজ পাওয়া যায় এবং তাঁকেও পুলিশ গ্রেফতার করে। শরিফ শেখকে গ্রেফতার করা হয় নানুর থানার অন্তর্গত পাকুরহাঁস নামে গ্রামে নিজের বাড়িতে।
ধৃত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি মাস্কেট, ম্যাগাজিন সহ একটি নাইন এমএম অটোমেটিক পিস্তল, ম্যাগাজিন সহ দুটি ৭.৬৫ এমএম পিস্তল, আট এম এম পাঁচ রাউন্ড গুলি, নয় এমএম দু রাউন্ড গুলি, পাঁচ প্যাকেট প্রায় ছয় কেজি ধূসর রংয়ের গান পাউডার এবং তিন প্যাকেট চার কেজি হলুদ গান পাউডার।
advertisement
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে জানিয়েছেন, বৃহস্পতিবার আমরা নিশ্চিতভাবে খবর পায় যে তার বাড়িতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য দুষ্কৃতি মূলক জিনিসপত্র আনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই তার বাড়িতে হানা দেওয়া হয় এবং বাড়ির ভিতর খাটের নিচ থেকে এই সকল জিনিসপত্র উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে আরও একজনের খোঁজ পাওয়া যায় এবং তাকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই সকল আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য দুষ্কৃতি মূলক জিনিসপত্র আনা হয়েছে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে। কি উদ্দেশ্য নিয়ে তা না হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : গুপ্তভাবে খাটের তলায় রাখা ছিল আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বারুদ, পুলিশি হানায় ধৃত দুই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement