Birbhum News : জেলে অনুব্রত, কেমন চলছে তার গ্রামের পুজোর প্রস্তুতি?

Last Updated:

অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক বছর ধরে বোলপুরে বসবাস করলেও তার গ্রামের বাড়ি হল নানুরের হাটসেরান্দি। গ্রামের এই বাড়িতেই রয়েছে একটি দুর্গা মন্দির। দুর্গা মন্দির ছাড়াও রয়েছে একটি শিব মন্দির।

+
অনুব্রত

অনুব্রত মন্ডলের দুর্গা পুজো

#বীরভূম: গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগস্ট মাসের ১১ তারিখ সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকার পর এখন তার ঠাঁই হয়েছে আসানসোলের বিশেষ সংশোধনাগারে। তিনি এখন জেলে থাকার কারণে আনন্দ ভুলেছেন তার অনুরাগীরা এবং তার নিজের গ্রাম হাটসেরান্দিতে ছড়িয়ে পড়েছে বিষাদের সুর।
প্রতিবছর এই গ্রামে জাঁকজমক ভাবে দুর্গাপুজোর আয়োজন করা হয়ে থাকে। পুজোর সময় অনুব্রত মণ্ডলকে একপ্রকার চার দিনই বোলপুর থেকে গ্রামে আসা-যাওয়া করতে দেখা যেত। কিন্তু এই বছর অনুব্রত মণ্ডল জেলে থাকায় সেই জাঁকজমকে ভাটা পড়েছে। কোনরকমে পুজোর আয়োজন করা হচ্ছে। কারণ অন্যান্য বছরের মতো এই বছর গ্রামের বাড়ির পুজোয় অনুব্রত মণ্ডল অংশগ্রহণ করতে পারবেন না। যে কারণেই তাকে ছাড়া এই বছর পুজোয় জৌলুস নেই।
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক বছর ধরে বোলপুরে বসবাস করলেও তার গ্রামের বাড়ি হল নানুরের হাটসেরান্দি। গ্রামের এই বাড়িতেই রয়েছে একটি দুর্গা মন্দির। দুর্গা মন্দির ছাড়াও রয়েছে একটি শিব মন্দির। আগে এই সকল মন্দিরের অবস্থা ভাল না থাকলেও বর্তমানে অনুব্রত মণ্ডল এই সব মন্দির খুব সুন্দরভাবে সংস্কার করিয়েছেন।
advertisement
 
পুজোর সময় অনুব্রত মণ্ডল এখানে যাতায়াত করার ফলে এলাকার বাসিন্দাদের মধ্যেও আলাদা উৎসাহ দেখা যেত। জনপ্রিয় একজন নেতাকে দেখতে ভিড় জমতো স্থানীয়দের।গ্রামের বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, 'আগে উনি গ্রামে আসতেন খুব ভাল লাগতো। কিন্তু এই বছর আসতে পারবেন না, স্বাভাবিকভাবেই খারাপ লাগছে।'
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জেলে অনুব্রত, কেমন চলছে তার গ্রামের পুজোর প্রস্তুতি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement