Birbhum News: টানা সাত দিন বীরভূমে নিয়ন্ত্রণ করা হবে টোটো থেকে ভারী যানবাহন

Last Updated:

আগামীকাল মহাসপ্তমী। তার আগেই শনিবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে বীরভূমের পৌরসভা এলাকাগুলিতে শুরু হল যান নিয়ন্ত্রণ। সিউড়ি পৌরসভা সহ বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া প্রতিটি পৌরসভায় নির্দিষ্ট সময় দুর্গাপুজোর সময় বন্ধ থাকবে টোটো, চারচাকা এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল।

+
title=

#বীরভূম : আগামীকাল মহাসপ্তমী। তার আগেই শনিবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে বীরভূমের পৌরসভা এলাকাগুলিতে শুরু হল যান নিয়ন্ত্রণ। সিউড়ি পৌরসভা সহ বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া প্রতিটি পৌরসভায় নির্দিষ্ট সময় দুর্গাপুজোর সময় বন্ধ থাকবে টোটো, চারচাকা এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল। কেবলমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনগুলিকে প্রবেশ করার অধিকার দেওয়া হবে। দূর্গা পূজার সময় যাতে মণ্ডপে মন্ডপে যানজট তৈরি না হয় তার জন্য বীরভূম জেলা প্রশাসন এবং পৌরসভাগুলি এমন পদক্ষেপ নিয়েছে।
এর জন্য প্রতিটি পৌরসভা এলাকায় ঢোকার ঠিক মুখে যে সকল মোড়গুলি রয়েছে সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ফটক। সকাল দিকে এই ফটক সবার জন্য খোলা থাকলেও ঠিক বিকাল চারটে বাজলেই তা বন্ধ হয়ে যাবে। রাত্রি ১১টা পর্যন্ত পুরোপুরি ভাবে বন্ধ থাকবে টোটো, চারচাকা এবং অন্যান্য ভারী যানবাহন। কেবলমাত্র অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে এমন যানবাহনদের ওই সময় প্রবেশ করার অনুমতি দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ৫৫ লক্ষ টাকা ব্যয়ে সিউড়িতে বসানো হচ্ছে নতুন স্ট্রিট লাইট
বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। মূলত বীরভূমের প্রতিটি শহর ঘিঞ্জি শহর। এই সকল শহরগুলিতে এমনিতেই বছরের বিভিন্ন সময় যানজট সমস্যা দেখা যায়। সেই অবস্থায় যদি পুজোয় ঠাকুর দেখার সময় টোটো এবং অন্যান্য যানবাহন প্রবেশ করতে শুরু করে তাহলে সাধারণ দর্শনার্থীরা কোনভাবেই পূজা মন্ডপগুলি ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারবেন না। এ সকল অসুবিধার কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: টানা সাত দিন বীরভূমে নিয়ন্ত্রণ করা হবে টোটো থেকে ভারী যানবাহন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement