Birbhum News: পাননি বেতন! অনির্দিষ্টকালের জন্য ভ্যাকসিন সরবরাহ বন্ধ রাখলেন এবিডি কর্মীরা

Last Updated:

দীর্ঘ ন'মাস ধরে পারিশ্রমিক না মেলায় ভ্যাকসিন সরবরাহের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখলেন এবিডি ভ্যাকসিন কর্মীরা। এমন ঘটনাটি ঘটেছে রামপুরহাটের চকমন্ডলায়।

+
title=

#বীরভূম : দীর্ঘ ন'মাস ধরে পারিশ্রমিক না মেলায় ভ্যাকসিন সরবরাহের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখলেন এবিডি ভ্যাকসিন কর্মীরা। এমন ঘটনাটি ঘটেছে রামপুরহাটের চকমন্ডলায়। এই সকল এবিডি কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, গত নয় মাস ধরে তারা তাদের পরিষেবা ঠিকঠাক দিয়ে গেলেও তাদের পারিশ্রমিক দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তারা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোন কাজ না হওয়ায় শেষমেশ তারা ভ্যাকসিন সরবরাহের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
যতদিন না তারা তাদের প্রাপ্য টাকা পাবেন ততদিন তারা তাদের এই ভ্যাকসিন সরবরাহের কাজ বন্ধ রাখবেন বলেও জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে তারা পুনরায় বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত জমা দেন। তারা এই ব্লকের চকমন্ডলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ২৭ টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ করে থাকেন। সেই সকল ভ্যাকসিনের মধ্যে যেমন কোভিড ১৯ ভ্যাকসিন রয়েছে, ঠিক তেমনি রয়েছে পোলিও, পেনটা ইত্যাদি।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে স্বপ্নপূরণ! শতাব্দী প্রাচীন বিশালাকার ঘড়ি পেল হেরিটেজ তকমা
এদিকে ভ্যাকসিন সরবরাহের কাজ বাহকেরা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়বে ব্লকের ২৭ টি স্বাস্থ্য কেন্দ্র। সেইসব স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ভ্যাকসিন প্রতিনিয়ত পৌঁছে দেন এই এবিডি ভ্যাকসিন বাহকেরা। তাদের অভিযোগ, প্রায় ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে ভ্যাকসিন পৌঁছানোর কাজ করলেও সান্মানিক মেলে দিন পিছু ১৬৫ টাকা। সেই টাকাও দীর্ঘ নয় মাস থেকে পাচ্ছেন না। তাই টাকা না পেলে তারা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ বন্ধ রাখলেন। তাদের আরও দাবী দৈনিক ষান্মাসিক বৃদ্ধি করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিশু হত্যার পর শ্মশানের নিস্তব্ধতা শান্তিনিকেতনের মোলডাঙ্গায়
এই সকল এবিডি কর্মীদের বকেয়া টাকার কথা স্বীকার করে নিয়েছেন রামপুরহাটের চকমন্ডলা স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাঃ সপ্তর্ষি কীর্তনীয়া। তিনি জানিয়েছেন, তাদের এই টাকা রাজ্য থেকে আসে। টাকা এলেই আমরা তাদের দিয়ে দিই। এখন টাকা না আসার ফলে আমরা তা দিতে পারিনি। তবে তারা যদি তাদের কাজ বন্ধ করে দেন তাহলে সবাইকে সমস্যায় পড়তে হবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পাননি বেতন! অনির্দিষ্টকালের জন্য ভ্যাকসিন সরবরাহ বন্ধ রাখলেন এবিডি কর্মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement